শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

২৪-২৭ মে নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা

বুধবার, জানুয়ারী ৩১, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক আন্তর্জাতিক বাংলা বইমেলা আগামী ২৪-২৭ মে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের সবচেয়ে বড় আয়োজনের ৩৩তম এ আসরে পৃথিবীর ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে।

জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে আন্তর্জাতিক পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবারের বইমেলা। মেলায় দুই হাজারের বেশি নতুন বই থাকবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান মুক্তধারা ফাউন্ডেশন। রোববার (২৮ জানুয়ারি) বিকালে নিউইর্য়কের জ্যাকসন হাইটসের এক মিলনায়তনে মত বিনিময় সভায় করে আয়োজক কমিটি বইমেলা সম্পর্কিত বিস্তারিত তথ্য তুলে ধরেন।

অনুষ্ঠানে মেলা সম্পর্কিত বিভিন্ন তথ্য জানান মুক্তধারা ফাউন্ডেশনের ভাইস চেয়ারপারসন নিনি ওয়াহেদ, প্রাক্তন চেয়ারপার্সন ফেরদৌস সাজেদীন, নিউ ইয়র্ক বাংলা বইমেলার সাবেক আহ্বায়ক সৌউদ চৌধুরী ও গোলাম ফারুক ভূঁইয়া, কার্যনির্বাহী সদস্য রানু ফেরদৌস, ওবায়দুল্লাহ মামুন, সেমন্তী ওয়াহেদ ও প্রচার সম্পাদক তোফাজ্জল লিটন।

সভায় মুক্তধারা ফাউন্ডেশনের চেয়ারপারসন নুরন নবী বলেন, ‘৩২ বছর পূর্বে শুরু হওয়া বইমেলা এখন আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত হয়েছে। গেল বছর অজস্র দর্শকের অনুরোধে বইমেলার নতুন নাম করা হয়েছে নিউ ইয়র্ক আন্তর্জাতিক বাংলা বই মেলা। ঢাকা ও কলকাতার পর, বাংলা বইয়ের সবচেয়ে বড় এ মেলায় এবার পৃথিবীর অন্তত দশটি দেশ থেকে লেখক, পাঠক ও প্রকাশক অংশ নেবেন।

অনুষ্ঠানে মুক্তধারা ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিশ্বজিত সাহা বলেন, ‘বাংলাদেশ, কলকাতাসহ পৃথিবীর নানা দেশ থেকে অন্তত ৩০টি প্রকাশনা সংস্থা অংশ নেবে। মেলায় প্রায় দুই হাজারের বেশি নতুন বই পাবেন পাঠকরা। মেলায় প্রতি বারের মত এবারো থাকবে সেমিনার, কবিতা পাঠ, বই পরিচিতি, নতুন বইয়ের মোড়ক উন্মোচন ও সংস্কৃতিক অনুষ্ঠান। এবার মেলায় নতুন যুক্ত হবে উন্মুক্ত প্রাঙ্গনে গানের আসর, প্রদর্শিত হবে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, তারুণ্যের উৎসব নামে নতুন প্রজন্মের জন্য থাকবে পুরো একটি দিন। বাংলা ভাষা ও সাহিত্যে অবদানের জন্য মেলার পক্ষ থেকে দেয়া হবে জিএফবি- মুক্তধারা সাহিত্য পুরস্কার। এছাড়াও, প্রবাসী লেখকদের দেয়া হবে শহীদ কাদরী স্মৃতি পুরস্কার।