শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ফ্লোরিডায় ‘ভ্রাম্যমাণ বাড়ি’র ওপর বিমান বিধ্বস্ত

শুক্রবার, ফেব্রুয়ারী ২, ২০২৪

প্রিন্ট করুন

ক্লিয়ারওয়াটার, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ‘ভ্রাম্যমাণ বাড়ি’র ওপর একটি ছোট বিমান বিধ্বস্ত হয়েছে। এতে বিমানটির পাইলটসহ বেশ কয়েকজন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় অঙ্গরাজ্যটির ক্লিয়ারওয়াটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বিধ্বস্ত বিমানের আগুনে বাড়িটি পুড়ে ছাই হয়ে গেছে।

ক্লিয়ারওয়াটারের ফায়ার সার্ভিসের প্রধান স্কট এহলারস সংবাদ সম্মেলনে জানান, তারা দুর্ঘটনার ঘটার সাথে সাথেই ফোন পেয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দ্রুত আগুন নেভানো হয়।

স্কট এহলারস বলেন, ‘একটি ভ্রাম্যমাণ বাড়ি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। এছাড়া, আরও চারটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।’

তিনি আরও জানান, তিনটি বাড়ি পুরোপুরি তল্লাশি করা হয়েছে। কিন্তু, কোন হতাহত পাওয়া যায়নি। বিমানটি বিধ্বস্ত হওয়ার সময় বাসিন্দারা বাড়ির ভেতরেই ছিলেন। কিন্তু, নিরাপদে বেরিয়ে যেতে সক্ষম হন।

স্কট এহলারস বলেন, ‘আশঙ্কা করা হচ্ছে পাইলট মারা গেছেন। তদন্তকারীরা এখনো ঘটনাস্থলে অনুসন্ধান চালাচ্ছেন।’

যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন বিবৃতিতে জানিয়েছে, বিধ্বস্ত বিমানটি একক ইঞ্জিনের ‘বিচক্রাফট বোনাঞ্জা ভি৩৫’ নামের ছোট বিমান ছিল। যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

তবে, পাইলট ছাড়া বিমানটিতে আর কোন আরোহী ছিলেন কিনা, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।