মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

মায়ানমার থেকে আসা মর্টার শেলের আঘাতে বাংলাদেশিসহ নিহত দুই

সোমবার, ফেব্রুয়ারী ৫, ২০২৪

প্রিন্ট করুন

নাইক্ষ্যংছড়ি, বান্দরবান: বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম জলপাইতলী সীমান্তে মায়ানমার থেকে আসা মর্টার শেলে বাংলাদেশি এক নারী ও এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুর দুইটার দিকে এ ঘটনা ঘটে। নিহত নারীর নাম আসমা খাতুন (৫৫)। তিনি স্থানীয় বাদশা মিয়ার স্ত্রী বলে জানা গেছে।

ঘুমধুম ইউনিয়নের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর আজিজ ব্যাপারটি নিশ্চিত করেছেন।

এর পূর্বে, রোববার (৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার পর থেকে রাত দুইটা পর্যন্ত কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ধামনখালী সীমান্তের ওপারে মায়ানমারের অভ্যন্তরে ঢেঁকিবুনিয়া এলাকায় ব্যাপক গোলাগুলি ও বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়।

পালংখালীর স্থানীয় ইউনিয় পরিষদের চেয়ারম্যান গফুর উদ্দিন চৌধুরী বলেন, ‘পালংখালী সীমান্ত এলাকার বাসিন্দারা আতঙ্কে নির্ঘুম রাত কাটিয়েছেন। তবে, সকালের পর নয়া করে গোলাগুলির শব্দ শোনা যায়নি। তবে, মানুষের মাঝে এখনও আতঙ্ক বিরাজ করছে।’

সোমবার (৫ ফেব্রুয়ারি) সকালে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তমব্রু সীমান্তে ২-৩টি গুলির শব্দ শোনা গেছে বলে জানিয়েছেন ঘুমধুম ইউনিয়নের এক নম্বর ওয়ার্ডের সদস্য মো. শফিকুল ইসলাম।