শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পাকিস্তানের নির্বাচনে ‘কারচুপি’র তদন্তের আহ্বান যুক্তরাষ্ট্রের

মঙ্গলবার, ফেব্রুয়ারী ১৩, ২০২৪

প্রিন্ট করুন
ম্যাথিউ মিলার

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: পাকিস্তানে অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে অনিয়ম ও কারচুপির যে অভিযোগ উঠেছে, তার আইনি তদন্তের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার (১২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান মুখপাত্র ম্যাথিউ মিলার। খবর দ্য ডনের।

প্রেস ব্রিফিংয়ে যুক্তরাষ্ট্রের আইন প্রণেতারা বাইডেন প্রশাসনকে কথিত নির্বাচনি জালিয়াতির দাবির ব্যাপারে স্বাধীন তদন্তের জন্য চাপ দিচ্ছেন- এমন প্রশ্নের উত্তরে মিলার বলেন, ‘আমি জানি না তারা ঠিক কোন সংস্থার কাছে প্রস্তাব করেছেন।’

ম্যাথিউ মিলার বলেন, ‘আমরা মনে করি, পাকিস্তানের আইনি ব্যবস্থা এ ঘটনার তদন্ত করতে নিজেই কার্যকর। আর এটিই প্রথম কাজ হওয়া উচিত। প্রথম পদক্ষেপ হিসেবে এটিই সঠিক হবে আর তাদের এটিই করা উচিত।’

তিনি আরো বলেন, ‘হস্তক্ষেপ ও জালিয়াতির যে দাবিগুলো দেখা যাচ্ছে, তা পাকিস্তানের আইনি ব্যবস্থার মাধ্যমে সম্পূর্ণরূপে তদন্ত করার ব্যাপারটি আমরা নিশ্চিত করতে চাই। সামনের দিনগুলোতে এটি নিয়ে আমরা পর্যবেক্ষণ চালিয়ে যাব।’

তবে সহিংসতা এবং ইন্টারনেট ও মোবাইল পরিষেবার উপর বিধিনিষেধের মতে রাজনৈতিক ও নির্বাচনি সহিংসতার নিন্দা জানিয়েছেন মিলার। তার মতে, এগুলো নির্বাচনের উপর নেতিবাচকভাবে প্রভাব ফেলেছে।

কথিত নির্বাচনি অনিয়ম সম্পূর্ণভাবে তদন্ত করার আহ্বান জানিয়ে মুখপাত্র বলেন, ‘এটি স্পষ্টতই একটি প্রতিযোগিতামূলক নির্বাচন ছিল, যেখানে জনগণ তাদের পছন্দমত প্রার্থীকে ভোট দিতে পেরেছে।’

তিনি বলেন, ‘সর্বশেষে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে সম্মান করি ও সরকার গঠনের পর দেশটির সাথে আমরা কাজ করতে প্রস্তুত।’

গেল ৮ ফেব্রুয়ারি পাকিস্তানের সাধারণ নির্বাচনের ভোটগ্রহণ হয়। এতে নজিরহীন বিলম্ব করে রোববার (১১ ফেব্রুয়ারি) দুপুরে পূর্ণাঙ্গ ফল ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন (ইসিপি)। এতে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে জনমনে সন্দেহ জন্ম দিয়েছে।

এ নিয়ে নির্বাচন প্রক্রিয়ায় অনিয়ম ও কারচুপির অভিযোগ করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই), জামায়াত-ই-ইসলামি (জেআই) এবং জামিয়াত উলেমা-ই-ইসলামসহ (জেইউআই-এফ) বেশ কয়েকটি রাজনৈতিক দল। এছাড়াও, তারা পাকিস্তানজুড়ে শনিবার (১০ ফেব্রুয়ারি) থেকেই বিক্ষোভ করছে।