শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ভিত্তিতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো শক্তিশালী হবে

রবিবার, ফেব্রুয়ারী ২৫, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী সাবের হোসেন চৌধুরী বলেছেন, ‘পরিবেশ ও জলবায়ু সংক্রান্ত পদক্ষেপের ভিত্তিতে আগামী দিনে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো শক্তিশালী হবে।। এ বিষয়গুলো যুক্তরাষ্ট্রের জন্য অগ্রাধিকার ক্ষেত্র হওয়ায় যুক্তরাষ্ট্র জলবায়ু পরিবর্তন মোকাবেলায় আমাদের সাথে সহযোগিতা করতে চায়৷’

রোববার (২৫ ফেব্রুয়ারি) সচিবালয়ে নিজ কার্যালয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক উপ-সহকারী মন্ত্রী আফরিন আক্তারের সাথে অনুষ্ঠিত বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।

সাবের হোসেন চৌধুরী আরো বলেন, ‘পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের আলোকে তারা কীভাবে আমাদের চাহিদা মেটাতে সহযোগিতা করবে, সে ব্যাপারে আমরা কথা বলেছি।’

মন্ত্রী বলেন, ‘আমরা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় ১৫ বিলিয়ন ডলারের তহবিল গঠন করে একটি নয়া প্লাটফর্ম প্রতিষ্ঠা করতে চাই। আমাদের সব উন্নয়ন সহযোগী সেখানে সাহায্য করতে পারে। আমি আশাবাদী, যুক্তরাষ্ট্রও থাকবে। যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় তারা আমাদের চাহিদার কথা মাথায় রাখবে।’

আলোচনায় পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা, জলবায়ু পরিবর্তন মোকাবেলা, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন প্রচারে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে সহযোগিতামূলক প্রচেষ্টার গুরুত্বের ওপর জোর দেয়া হয়েছে। উভয় পক্ষই পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলা করতে এবং এ অঞ্চলের বর্তমান ও ভবিষ্যত প্রজন্মের টেকসই সুবিধা নিশ্চিত করতে একসাথে কাজ করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মুহাম্মদ ইমরান, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন হেলেন লাফেভ, মাইকেল শিফার, ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) এশিয়ার জন্য ব্যুরোর সহকারী প্রশাসক আল্লা কামিনস, স্টেট ডিপার্টমেন্টের ব্যুরো অফ সাউথ অ্যান্ড সেন্ট্রাল এশিয়ান অ্যাফেয়ার্স ও পারমাণবিক নিরাপত্তা ও অপ্রসারণের উপ-পরিচালক হেইলি বেকার, ইউএসএআইডিতে ব্যুরোর এশিয়া ফর স্টাফের ভারপ্রাপ্ত প্রধান এবং ইউএসএআইডি বাংলাদেশের মিশন ডিরেক্টর রিড এশলিম্যান এবং ব্রনউইন লেভেলিন, ইউএসএআইডি বাংলাদেশের প্রাকৃতিক সম্পদ কর্মকর্তাসহ বিশিষ্ট প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন।