ঢাকা: অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ পুরো দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রোববার (১০ মার্চ) সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ কথা জানানো হয়েছে।
পূর্বাভাসে আরো জানানো হয়, পুরো দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ‘একই সময়ে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিন ও রাতের তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে।’
শনিবার (৯ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাঙ্গামাটি ও কক্সবাজারে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং রোববার (১০ মার্চ) দেশের সর্বনিম্ন তাপমাত্রা থাকবে শ্রীমঙ্গলে ১১ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস।
রোববার (১০ মার্চ) সকাল ছয়টায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আদ্রতা ছিল ৭৪ শতাংশ।
রোববার (১০ মার্চ) ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ছয়টা পাঁচ মিনিটে এবং সোমবার (১১ মার্চ) সূর্যোদয় ভোর ছয়টা ১১ মিনিটে।