বুধবার, ০১ জানুয়ারী ২০২৫

শিরোনাম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন/ট্রাম্পকে সমর্থন দেবেন না মাইক পেন্স

শনিবার, মার্চ ১৬, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন ডিসি, যু্ক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দেবেন না দেশটির সাবেক ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। ট্রাম্পের শাসনামলে ভাইস প্রেসিডেন্ট ছিলেন মাইক পেন্স। শুক্রবার (১৫ মার্চ) ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে মাইক পেন্স বলেন, ‘এটা মোটেও অবাক হওয়ার ব্যাপার নয় যে, এবারের নির্বাচনে আমি ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন করছি না।’

পেন্সের এ ঘোষণাকে ‘চমকপ্রদ’ বলছে যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যম। যদিও হোয়াইট হাউস ছাড়ার পরই দুইজনের মধ্যে দূরত্ব দেখা দেয়। বরং, এ পরিস্থিতিতে পেন্স যদি ট্রাম্পকে সমর্থন দিতেন, সেটাই আশ্চর্যজনক ঘটনা হত।

অভিযোগ রয়েছে, ২০২০ সালে বাইডেনের কাছে যখন ট্রাম্প হেরে যাচ্ছিলেন, তখন পেন্সকে নির্বাচনের ফল পাল্টে দেয়ার জন্য চাপ প্রয়োগ করেছিলেন ট্রাম্প। মূলত তখন থেকেই দুইজনের মধ্যে দূরত্ব তৈরি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে পেন্সকে আক্রমণ করে একাধিক বার পোস্টও দিয়েছেন ট্রাম্প।

ফক্স নিউজকে মাইক পেন্স বলেন, ‘ট্রাম্পের একটি অ্যাজেন্ডা রয়েছে। তিনি সেটিই প্রকাশ করছেন। আমাদের চার বছরের শাসনামলের রক্ষণশীল অ্যাজেন্ডার সাথে সেটা যায় না।’

মাইক পেন্স এমন এক সময় এ কথা বললেন, যখন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে রিপাবলিকান পার্টি থেকে প্রয়োজনীয় সমর্থন জোগাড় করতে সক্ষম হয়েছেন ট্রাম্প। অপর দিকে, ডেমোক্রেটিক পার্টির প্রার্থী হতে প্রয়োজনীয় সমর্থন পেয়েছেন বাইডেন।

যুক্তরাষ্ট্রের ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রাথমিক প্রতিযোগিতায় ছিলেন মাইক পেন্স। তবে, গত অক্টোবরে প্রার্থিতার দৌড় থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন রিপাবলিকান দলের শীর্ষ এ নেতা।