রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

নতুন মূকাভিনয় নিয়ে ফের মঞ্চে আসছেন রিজোয়ান রাজন

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: মূকাভিনয়শিল্পী রিজোয়ান রাজন ‘মিঠুর কুত্তা টাইগার’ শিরোনামে নতুন একটি স্কেচ মাইম নিয়ে মঞ্চে আসছেন।

মূকাভিনয়ের গল্পটি হল মিঠু তার কুকুর টাইগারকে নিয়ে সারা দিন এদিক ওদিক চষে বেড়ায়। কুকুরের সাথে তার নিত্য উঠা বসা। মিঠু তার সমবয়সীদের টাইগারের ভয় দেখিয়ে নাস্তানাবুদ করে ছাড়ে। আবার টাইগারের দস্যিপনার কাছে মিঠুকেও হার মানতে হয় কখনো কখনো।

মূকাভিনয়ের গল্প ভাবনাটি ভারতের কিংবদন্তী মূকাভিনয়শিল্পী পদ্মশ্রী নিরঞ্জন গোস্বামীর। গল্পটির নবসৃজন, নির্মাণ ও অভিনয় করেছেন রিজোয়ান রাজন। তিনি মূকাভিনয় উপস্থাপনে বাঙলা বর্ণনাত্মক রীতির অনুসরণে প্রাচীন গ্রীক ও রোমান প্যান্টোমাইমকে আশ্রয় করেন। বর্তমান প্রযোজনায় প্রচলিত (ক্লাসিক) ধারার মূকাভিনয়কে গুরুত্ব দিয়েছেন।

প্রযোজনাটির এ মাসে ঢাকায় ও আগামী মাসে পশ্চিমবঙ্গে কয়েকটি প্রদর্শনী আছে।

উল্লেখ্য, রিজোয়ান রাজন ভারতের ন্যাশনাল মাইম ইনস্টিটিউটের প্রথম ব্যাচের একজন স্নাতকোত্তর। তিনি বাংলাদেশ পথমূকাভিনয় পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও বাঙলা মূকাভিনয় গবেষণা কেন্দ্রের পরিচালক।