রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

ইরান-ইসরাইল উত্তেজনা তুঙ্গে, মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কতায় যুক্তরাষ্ট্র

শনিবার, এপ্রিল ৬, ২০২৪

প্রিন্ট করুন

সিরিয়া: সিরিয়ার দামেস্কে ইরানের কনস্যুলেটে ইসরাইলের হামলার কঠিন উত্তর দেয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান। এ অবস্থায় মধ্যপ্রাচ্যে উচ্চ সতর্কতায় রয়েছে যুক্তরাষ্ট্র। অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের বাহিনী ও ঘাঁটিগুলোতেও হামলা হতে পারে বলে আশঙ্কা ওয়াশিংটনের। শুক্রবার (৫ এপ্রিল) যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তার বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

ওই কর্মকর্তা সিএনএন রিপোর্টের বরাতে নিশ্চিত করে বলেছেন, ‘আগামী সপ্তাহে আক্রমণ হতে পারে ও আমরা অবশ্যই সতর্কতার উচ্চ অবস্থানে আছি।’

সোমবার ( ১ এপ্রিল) সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরাইলের যুদ্ধবিমান থেকে একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এতে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) জ্যেষ্ঠ কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা জাহেদিসহ অন্তত ১১ জনের মৃত্যু হয়েছে।

ইসরাইলের এ হামলাকে ইরানের নেতারা নজিরবিহীন বলে উল্লেখ করে এর কড়া উত্তর দেয়ার অঙ্গীকার করেছেন।

নিহত জেনারেলদের বৃহস্পতিবার (৪ এপ্রিল) দাফন সম্পন্ন হয়। এ দিন তেহরানে জানাজার নামাজে অংশ নেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। এ সময় খুনের কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, ‘এ খুনের জন্য কঠিন পরিণতি অপেক্ষা করছে ইসরাইলের জন্য।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার (৪ এপ্রিল) ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে ফোনালাপে ইরানের হুমকি নিয়ে আলোচনা করেছেন।

বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, ‘আমাদের দলগুলো তখন থেকে নিয়মিত ও ক্রমাগত যোগাযোগ করছে। যুক্তরাষ্ট্র ইরানের হুমকির বিরুদ্ধে ইসরাইলের প্রতিরক্ষায় পূর্ণ সমর্থন করে।’

এ দিকে, ইরানের প্রেসিডেন্টের রাজনীতি বিষয়ক ডেপুটি চিফ অব স্টাফ মোহাম্মদ জামশিদি শুক্রবার (৫ এপ্রিল) সামাজিক মাধ্যম এক্সে লেখেন, ওয়াশিংটনের কাছে পাঠানো লিখিত বার্তায় ইরান ‘যুক্তরাষ্ট্রকে নেতানিয়াহুর ফাঁদে পা না দিতে সতর্ক করেছে।’

ইরান বলেছে, ‘যুক্তরাষ্ট্রের উচিত আঘাত না পেতে একপাশে সরে দাঁড়ানো।’

তবে, এর উত্তরে তেহরানকে যুক্তরাষ্ট্রের অবকাঠামোতে হামলা করতে নিষেধ করেছে মার্কিন প্রশাসন।

অন্য দিকে, ইরানের প্রতিশোধের ভয়ে এরইমধ্যে নিজেদের প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করেছে দখলদার ইসরাইল। সেনাবাহিনীর সব যুদ্ধ ইউনিটের ছুটি বাতিল করেছে ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।