সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

বেজা ও জাপান এক্সটার্ন্যাল ট্রেড অর্গানাইজেশনের মধ্যে সহযোগিতা স্মারক সই

বৃহস্পতিবার, অক্টোবর ১৩, ২০২২

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) ও জাপান এক্সটার্ন্যাল ট্রেড অর্গানাইজেশনের (জেট্রু) মধ্যে একটি সহযোগিতা স্মারক সই হয়েছে। এ উপলক্ষে সোমবার (১০ অক্টোবর) বেজা কার্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেজার নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুফ হারুন ও বাংলাদেশে জেট্রুর প্রতিনিধি বুজি আন্দো চুক্তিতে সই করেন। এতে অতিথি ছিলেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত নাওকি ইতো, জেট্রুর এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট কুজইয়্যা নাকাজু।

এ সহযোগিতা স্মারকের মূল উদ্দেশ্য হল আনুষ্ঠানিকভাবে বেজা এবং জেট্রুর মধ্যে সংযোগ স্থাপন করা; যার মাধ্যমে বেজা ও জেট্রুর বিনিয়োগ তথ্য প্রচার ও বিনিময়ের জন্য একে অপরকে পরিপূরক কেন্দ্র হিসাবে স্বীকৃতি দেবে। এতে কয়েকটি তথ্য আদান-প্রদান করা হবে। যেমন- বেজাতে বিনিয়োগের সুযোগ, উৎপাদন শিল্প, লজিস্টিকস ও অন্যান্য বিষয়ে বিনিয়োগ ও বাণিজ্য তথ্য, বেজাতে বিনিয়োগের জন্য প্রয়োজনীয় বিষয়গুলো সুযোগ-সুবিধা ও প্রণোদনা সংক্রান্ত তথ্য; বিনিয়োগ সুবিধা ও প্রণোদনা এবং মার্কেটিং গবেষণা ফলাফল।

অনুষ্ঠানে শেখ ইউসুফ হারুন বলেন, ‘বেজা ও জেট্রুর কার্যাবলী ও উদ্দেশ্যগুলো পারস্পরিক পরিপূরক। এ দুইটি সংস্থা স্বাক্ষরিত স্মারকের মাধ্যমে উভয়েই বিনিয়োগের তথ্য প্রচার ও বিনিময়ের পরিপূরক কেন্দ্র হয়ে উঠবে।’

নাওকি ইতো বলেন, ‘বাংলাদেশ স্পেশাল ইকনমিক জোনে (জাপানিজ অর্থনৈতিক অঞ্চল, আড়াইহাজার, নারায়ণগঞ্জ) একটি বিশ্ব মানের অর্থনৈতিক অঞ্চল হিসেবে গড়ে তোলার বিষয়ে এ সহযোগিতা স্মারক ব্যাপক গুরুত্ব বহন করবে। বেজা বাংলাদেশে বিনিয়োগ-বান্ধব সুস্থ পরিবেশ গড়ে তোলার জন্য কাজ করছে এবং এ তথ্য আদান প্রদানের কারণে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বেজাতে বৈদেশিক বিনিয়োগের একটি ক্ষেত্র প্রস্তুত হবে।’