শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

খেলা/চট্টগ্রামে রুদ্ধদ্বার অনুশীলন করবে বাংলাদেশ ক্রিকেট দল

বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন পাঁচ ম্যাচ টি-২০ সিরিজের প্রস্তুতি হিসেবে চট্টগ্রাম সিটির জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে তিন দিনের রুদ্ধদ্বার অনুশীলন সেশন করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। বিসিবির কর্মকর্তারা জানিয়েছে, আগামী ২৬-২৮ এপ্রিল পর্যন্ত এ অনুশীলন সেশন হবে।

চট্টগ্রামে সিরিজের প্রথম তিন ম্যাচ ও ঢাকায় শেষ দুই ম্যাচ অনুষ্ঠিত হবে। এরমধ্যে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের জন্য ১৭ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ। তবে রুদ্ধদ্বার অনুশীলন সেশনের পর সিরিজের জন্য মূল দল ঘোষণা করা হবে।

দেশের বাইরে থাকার কারণে প্রাথমিক দলে রাখা হয়নি সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে। সাকিব যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে থাকলেও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন মুস্তাফিজ। আইপিএল শেষ না করেই ২ মে দেশে ফিরবেন মুস্তাফিজ। আর চলতি মাসের শেষের দিকে বাংলাদেশে আসার কথা রয়েছে সাকিবের।

আগামী ২৮ এপ্রিল ঢাকায় পৌঁছে সরাসরি চট্টগ্রামে যাবে জিম্বাবুয়ে ক্রিকেট দল।