চট্টগ্রাম: বাসের ধাক্কায় দুই শিক্ষার্থী নিহতের জেরে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা সড়কে তাদের অবস্থান অব্যাহত রেখেছেন। নিজেদের পেশকৃত দাবিগুলোর বিষয়ে প্রশাসনের লিখিত আশ্বাস চায় শিক্ষার্থীরা। এ দিকে, ঘাতক বাসের চালককে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে গ্রেফতার করেছে পুলিশ।
চুয়েটের ট্রিপল-ই ’২০ ব্যাচের শিক্ষার্থী ইরফানুল করিম তোহা সংবাদ মাধ্যমকে জানান, ‘আমাদের নয় দফা দাবির কয়েকটির বিষয়ে চট্টগ্রাম জেলা প্রশাসনের মঙ্গলবারের (২৩ এপ্রিল) সমন্বয় সভায় সিদ্ধান্ত হয়েছে। তবে, শাহ আমানত বাস সার্ভিসের রুট পারমিট বাতিলসহ আরো কিছু ব্যাপারে এখনো ইতিবাচক কোন সিদ্ধান্ত আমরা পাইনি। আমরা চাই, আমাদের নয় দফা দাবির পূর্ণাঙ্গ বাস্তবায়ন অথবা এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইতিবাচক পদক্ষেপের লিখিত অঙ্গিকার। এর পূর্ব পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি চালিয়ে যাব।’
এ দিকে, পুরকৌশল বিভাগের দুই শিক্ষার্থী নিহতের ঘটনায় ঘাতক বাসের চালক মো. তাজুল ইসলামকে বুধবার (২৪ এপ্রিল) দুপুরে সিটির কোতোয়ালি এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি রাঙ্গুনিয়া পৌরসভার উত্তর ঘাটচেক এলাকার বাসিন্দা।