রবিবার, ২৯ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করতে চায় চীন

শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

প্রিন্ট করুন

বেইজিং, চীন: আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের নির্বাচনে চীন হস্তক্ষেপ করতে চাইছে বলে অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। শুক্রবার (২৬ এপ্রিল) চীন সফরের শেষ দিন সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে তিনি এ অভিযোগ করেন।

ব্লিঙ্কেন বলেন, ‘যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনে প্রভাব বিস্তার ও হস্তক্ষেপ করার চীনা প্রচেষ্টার প্রমাণ রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। যদিও এর আগে যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ না করার প্রতিশ্রুতি দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং।’

সিএনএনকে যখন ব্লিঙ্কেন সাক্ষাৎকার দিচ্ছিলেন, তখনো যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তারা চীনের প্রেসিডেন্ট শি জিনপিংসহ বিভিন্ন চীনা কর্মকর্তাদের সাথে নানা ইস্যুতে বৈঠক করছিলেন। এরমধ্যে উল্লেখযোগ্য দুইটি ব্যাপার ছিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত ও রাশিয়াকে চীনের সমর্থন।

সাক্ষাৎকারে ব্লিঙ্কেন বলেন, ‘সাধারণভাবে বলতে গেলে, আমরা দেখেছি যে, প্রভাবিত করার প্রচেষ্টা চলছে ও সম্ভবত হস্তক্ষেপ করার চেষ্টা চলছে। আমরা এ প্রচেষ্টা দ্রুত বন্ধ হওয়া নিশ্চিত করতে চাই। আমাদের নির্বাচনে চীনের হস্তক্ষেপ এমন কিছু, যা আমরা খুব সাবধানে পর্যবেক্ষণ করছি। এটি আমাদের কাছে সম্পূর্ণ অগ্রহণযোগ্য।’

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী এক বছরের কম সময়ের মধ্যে এ নিয়ে দুই বার চীন সফর করলেন। গেল বছরের নভেম্বরে সান ফ্রান্সিসকোতে বৈঠক করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও জিনপিং। তখন চীনের প্রেসিডেন্ট প্রতিশ্রুতি দেন, তার দেশ যুক্তরাষ্ট্রের নির্বাচনে হস্তক্ষেপ করবে না।

এর পূর্বে, রাশিয়ার সাথে সম্পর্ক নিয়ে চীনকে নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন অ্যান্টনি ব্লিঙ্কেন। তিনি বলেছেন, ‘রাশিয়ার প্রতিরক্ষা খাতে ‘দ্বৈত-ব্যবহারের পণ্য’ সরবরাহের জন্য চীনের বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।’

আরটির প্রতিবেদন মতে, চীনের প্রেসিডেন্টের সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে অংশ নিয়ে ব্লিঙ্কেন হুমকির সুরে বলেন, ‘যুক্তরাষ্ট্র এরইমধ্যে ১০০টিরও বেশি চীনা সংস্থার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং দেশটির বিরুদ্ধে আরো নিষেধাজ্ঞা ও অন্যান্য ব্যবস্থা নিতে সম্পূর্ণরূপে প্রস্তুত রয়েছে।’

ব্লিঙ্কেনের হুমকির প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্রকে ভণ্ডামি করার অভিযোগ করেছে চীন। বলেছে, ‘এক দিকে ইউক্রেনকে বিলিয়ন ডলার সামরিক সহায়তা দিচ্ছে। অন্য দিকে রাশিয়া ও চীনের মধ্যে স্বাভাবিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কের অযৌক্তিক সমালোচনা করছে।’

চীনের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম সিসিটিভির প্রতিবেদন মতে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, ‘প্রতিদ্বন্দ্বী নয়, যুক্তরাষ্ট্র-চীনকে অবশ্যই একের অপরের অংশীদার হতে হবে।’

শুক্রবার (২৬ এপ্রিল) বেইজিংয়ে সফররত অ্যান্টনি ব্লিঙ্কেনের সাথে বৈঠকে চীনা প্রেসিডেন্ট এ কথা বলেন।