শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

আত্মপ্রকাশ হচ্ছে চট্টগ্রাম সংগীত সংগঠন মোর্চার

বৃহস্পতিবার, মে ৯, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রামের প্রতিনিধিত্বশীল ৩২টি সংগীত সংগঠনের সম্মিলিত উদ্যোগে শুক্রবার (১০ মে) বিকাল চারটায় জেলা শিল্পকলা একাডেমিতে ‘চট্টগ্রাম সংগীত উৎসব ২০২৪’ অনুষ্ঠিত হবে। ‘আমরা আজ মিলেছি জীবনের এক মোহনায়’- এ স্লোগানকে ধারণ করে সম্মিলিতভাবে চট্টগ্রামের সাংস্কৃতিক আন্দোলনকে জোরদার করতে ‘চট্টগ্রাম সংগীত সংগঠন মোর্চা’ এ অনুষ্ঠানের আয়োজন করছে। এর মধ্য দিয়ে চট্টগ্রাম সংগীত সংগঠন মোর্চার আত্মপ্রকাশ হবে।

অনুষ্ঠান অতিথি থাকবেন একুশে পদকপ্রাপ্ত গুণীজন সমাজবিজ্ঞানী অনুপম সেন, দৈনিক আজাদীর সম্পাদক এমএ মালেক, কবি ও সাংবাদিক আবুল মোমেন ও নাট্যজন আহমেদ ইকবাল হায়দার।

অনুষ্ঠানে সংগীত পরিবেশনাকারী ৩২টি সংগঠন হল রবীন্দ্র সঙ্গীত শিল্পী সংস্থা, নজরুল সঙ্গীত শিল্পী সংস্থা, উদীচী চট্টগ্রাম, রক্তকরবী, লালন পরিষদ, সাংস্কৃতিক ইউনিয়ন, সারগাম সঙ্গীত পরিষদ, স্বরলিপি সাংস্কৃতিক অঙ্গন, নজরুল কালচারাল একাডেমি, দেবাঞ্জলি সঙ্গীতালয়, গীতধ্বনি সঙ্গীত অঙ্গন, ছন্দানন্দ সাংস্কৃতিক পরিষদ, বিশ্বতান সংগীত, শ্রুতিনন্দন, আওয়ামী শিল্পীগোষ্ঠী, সঙ্গীত তীর্থ, সঙ্গীত ভবন, অদিতি সঙ্গীত নিকেতন, সুরধ্বনি সাংস্কৃতিক অঙ্গন, কলাবন্তী সঙ্গীত একাডেমি, স্বরলিপি সাংস্কৃতিক ফোরাম, সাংস্কৃতিক পরিষদ, রাগেশ্রী, বিবেকানন্দ সঙ্গীত নিকেতন, ফতেয়াবাদ সংগীত নিকেতন, ঠুমরী সংগীতালয়, কালচারাল পার্ক রাউজান, পূর্বা ও ইমন কল্যাণ সংগীত বিদ্যাপীঠ।

অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার জন্য উৎসব কমিটির পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।