সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

তৃতীয় বিশ্বযুদ্ধের মত ঘটনা এড়াতে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ মার্কিন প্রবীণ সৈনিকের

শনিবার, মে ১১, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: দ্বিতীয় বিশ্বযুদ্ধে অংশ নেয়া যুক্তরাষ্ট্রের প্রবীন সৈনিক ফ্রাঙ্ক কোহন আরেকটি বিশ্বযুদ্ধ সংঘটিত হতে বাধা দেয়ার দায়িত্ব পালনে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের প্রতি অনুরোধ জানিয়েছেন।

দ্বিতীয় বিশ্বযুদ্ধের অভিজ্ঞ মার্কিন অবসরপ্রাপ্ত সেনা কর্নেল কোহন ১৯৪৫ সালের এপ্রিলে এলবে নদীর তীরে সোভিয়েত বাহিনীর মুখোমুখি যুক্তরাষ্ট্রের বাহিনীতে অংশ নিয়েছিলেন। ফ্রাঙ্ক কোহন তাস-কে এ কথা বলেন।

৯৮ বছর বয়সী কোহন বলেছেন, ‘তৃতীয় বিশ্বযুদ্ধ যাতে না ঘটে অবশ্যই রাশিয়া ও মার্কিনীদের তা নিশ্চিত করার বাধ্যবাধকতা রয়েছে। কারণ, তৃতীয় বিশ্বযুদ্ধ হলে আমরা মানবজাতি নিশ্চিত হয়ে যাবো।’

তার মতে, এ ধরনের বিশ্বব্যাপী সামরিক সংঘাতে জীবন কখনই এক রকম হবে না। এটি একটি সত্যিকারের বিপর্যয় হবে।’