নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির জ্যামাইকা শাখার কর্মীসভা জ্যামাইকার স্টার কাবাব রেস্টুরেন্টের পার্টি সেন্টারে রোববার (২৬ মে) অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মোহাম্মদ বদিউল আলম।
সভায় জ্যামাইকা বোরো/শাখা কমিটি গঠন ও আগামী ২ জুন অনুষ্ঠিতব্য প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তৃতা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক আহবায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক আমলাক হোসেন ফয়সাল, সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন নাসির ও নাসির উদ্দিন, সাবেক সদস্য আরিফ চৌধুরী, শরীফ চৌধুরী পাপ্পু ও ফারদিন রনি।
সভায় হাবিবুর রহমান সেলিম রেজা বলেন, ‘বিএনপির নিবেদিত প্রাণ ও যারা নিয়মিত দলের মিটিং মিছিলে অংশ নেবেন, তারাই দলের বিভিন্ন কমিটিতে থাকবেন।’
তিনি আগামী ২ জুন অনুষ্ঠিতব্য জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী সফল করার জন্য সবার সহযোগিতা চান।
মোহাম্মদ বদিউল আলম বলেন, ‘আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সবার মতামতকে প্রাধান্য দিয়ে আগামীতে সব কমিটি গঠন করা হবে।’
মোহাম্মদ সোহরাব হোসেন বলেন, ‘আমাদের সবাইকে বিএনপির জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’
মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন বলেন, ‘আমাদের সবাইকে প্রয়াত জিয়াউর রহমানের আদর্শ ধারণ করে রাজনীতি করলেই আগামীতে আমাদের সংগ্রাম সাফল্যের সন্ধান পাবে, বাংলার ভাগ্যাকাশের অন্ধকার দূর হবে।’
আলমগীর হোসেন মৃধা আগামীর সংগ্রামে নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপি সম্মুখ সারি থেকে যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দিবে- এ আশা ব্যক্ত করেন।
সভায় নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আহবায়ক কমিটির সাবেক যুগ্ম আহ্বায়ক জোহরা বেগম ও শেখ জহির, সাবেক সদস্য আব্বাস উদ্দিন, নাজমুল করিম কিরন, বিএনপির নেতা মো. রাকিব হোসেন, মো. মিজানুর রহমান মানিক, মো. মজিবর রহমান, বাহারুল ইসলাম রমিজ, মো. সোহেল রানা, মোহাম্মদ আজিজ, মো. জাহাঙ্গীর আলম, মো. বেলায়েত হোসেন, আজিজুল হাওলাদার, খোকন সাহা।