মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

শিরোনাম

ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার ব্রাজিলের

বৃহস্পতিবার, মে ৩০, ২০২৪

প্রিন্ট করুন

তেল আবিব, ইসরায়েল: গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার কঠোর সমালোচনা করা দেশগুলোর অন্যতম দেশ হচ্ছে ব্রাজিল। এ নিয়ে বেশ কয়েক মাস ধরে ইসরায়েল ও ব্রাজিলের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এমন উত্তেজনার মধ্যেই ইসরায়েল থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুলা দা সিলভা। বুধবার (২৯ মে) প্রজ্ঞাপন জারি করে ইসরায়েল থেকে রাষ্ট্রদূত ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দেয় ব্রাজিল।
ইসরায়েলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ ব্যাপারে কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সংবাদ আলজাজিরার।

লুলা দা সিলভা গেল ফেব্রুয়ারিতে গাজায় চলমান ইসরায়েলের হামলাকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার ইহুদি নিধনের সাথে তুলনা করেন। এর জেরে ইসরায়েলে ব্রাজিলের রাষ্ট্রদূতকে তলব করেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী কাতজ। পশ্চিম জেরুজালেমে অবস্থিত ন্যাশনাল হলোকাস্ট মিউজিয়ামে ডেকে তাকে তিরস্কারও করা হয়। এ ছাড়া, ইসরায়েলে লুলাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছিল।

ব্রাজিলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ‘তাদের দেশের রাষ্ট্রদূতকে অপমান করায় তারা ফ্রেডেরিকো মেয়ারকে প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন।’

গেল ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে নজিরবিহীন হামলা চালিয়ে এক হাজার ২০০ ইসরাইয়েলিকে খুন ও প্রায় ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দি করে গাজায় নিয়ে আসে হামাস। সেই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা হামলা করে আসছে ইসরায়েল। গেল অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের বাহিনীর হামলায় ৩৬ হাজারের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। লুলা দা সিলভা নানা সময়ে এ হামলার সমালোচনা করেছেন।