ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক স্যালি বুজবি আচমকা পদত্যাগ করেছেন। ওয়াশিংটন পোস্টের প্রধান নির্বাহী রোববার (২ জুন) এ কথা জানিয়েছেন।
স্যালি ২০২১ সালে ওয়াশিংটন পোস্টের নির্বাহী সম্পাদক হন। তিনি ছিলেন মার্কিন জনপ্রিয় পত্রিকাটির গেল ১৫০ বছরের ইতিহাসের প্রথম নারী সম্পাদক।
প্রকাশক ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) উইলিয়াম লুইস চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেয়ার পর এ পর্যন্ত নেয়া পদক্ষেপের মধ্যে এটিই সবচেয়ে বড় বলে পত্রিকাটি জানিয়েছে।
লুইস জানিয়েছেন, ওয়াল স্ট্রিট জার্নালের প্রাক্তন প্রধান সম্পাদক ম্যাট মুরে স্যালির স্থলাভিষিক্ত হচ্ছেন।
তবে, স্যালি কেন পদত্যাগ করছেন, সে সম্পর্কে কিছু বলেননি।
এ দিকে, স্টাফের কাছে পাঠানো ইমেইলে লুইস বার্তা কক্ষে নয়া বিভাগ চালুর কথা জানিয়েছেন। এটি গতানুগতিক বার্তা, সম্পাদকীয় ও মতামত বিভাগ থেকে আলাদা হবে বলে তিনি উল্লেখ করেন।
এআই ব্যবহার করে চালু করা নয়া বিভাগের দেখভাল মুরে করবেন বলেও তিনি জানান।