নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে। এ উপলক্ষে রোববার (২ জুন) নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসের কাবাব কিং রেস্টুরেন্টে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিবুর রহমান সেলিম রেজা। পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. বদিউল আলম ও সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ আবদুল মান্নান হোসাইন।
কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন জ্যাকসন হাইটস ইসলামী সেন্টার মসজিদের পেশ ইমাম মাওলানা মো. মোজাম্মেল হোসেন।
সভায় প্রধান অতিথি ছিলেন লং আইল্যান্ড ইউনিভার্সিটির প্রফেসর শওকত আলী। বিশেষ অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম ফারুক শাহীন, যুবদলের সাবেক সহ আন্তর্জাতিক সম্পাদক এমএ বাতিন, নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ সোহরাব হোসেন, সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন মৃধা, সাবেক যুগ্ম আহবায়ক এমলাক হোসেন ফয়সাল, রুহুল আমিন নাসির, শাহাদাত হোসেন রাজু, নাছির উদ্দীন, রেজবুল, জোহরা বেগম, শেখ জহির, মশিউর রহমান।
সভায় বক্তৃতা করেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সদস্য ফারদিন রেজা রনি, শরীফ চৌধুরী পাপ্পু, গোলাম এন হায়দার মুকুট, কমাল হোসেন হাওলাদর, মো. মহসিন, মো. হসান আহম্মেদ, মিজানুর রহমান মিজান, সুমন সরদার, মো. আব্বাস উদ্দিন, নাজমুল করিম কিরন, জামাল হোসেন, ব্রুকলিন বিএনপির নেতা মানিক, গোলাম মাহমুদ।
সভায় উপস্থিত ছিলেন স্টেট বিএনপির সাবেক যুগ্ন আহবায়ক আনিসুর রহমান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাজাহারুল ইসলাম জনি, যুবদলের নেতা রাহিমুল ইসলাম প্রিন্স, অহিদুজ্জামান নিলু, বিএনপির নেতা মাজাহারুল ইসলাম মিরন, মো. রুবেল গাজী, নুরে আলম চোধুরী, আকরাম উদ্দীন, সোহেল রানা, রমিজ উদ্দিন, খোকন সাহা, মিজানুর রহমান মল্লিক, কামাল হোসেন কামাল, এমএ কাইউম, মো. আলী হাসান, মো. মাসুদ সিকদার, সাইফুল, সিদ্দিক চোধুরী, বেলাল উদ্দিন, মো. বাবুল, হুমায়ুন কবির, মো. মিল্টন হোসেন, মো. আমানউল্লাহ, আব্দুল খালেক আসলাম, কেএম ফজলুল হক, আহসান হাবিব, বাহার ইমন, মো. আমিনুল ইসলাম দুলাল, আহম্মেদ শিহাব, মাঈনুদ্দিন, সজল আহমেমেদ, মো. রাজু আহম্মেদ, মো. নাজমুল, মো. এ অদুত, মো. সোলায়মান মুন্সি, আবুল কালাম আজাদ।
সভায় শওকত আলী জিয়াউর রহমানের দেশপ্রেম ও রাজনৈতিক দূরদর্শিতা নিয়ে তথ্য নির্ভর বক্তব্য দেন।
তিনি বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদী শক্তির কাছে স্বৈরাচারী শেখ হাসিনার পতন এক দিন বাংলার মাটিতে হবেই হবে।’
হাবিবুর রহমান সেলিম রেজা নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির আওতাধীন বিভিন্ন ব্যুরো কমিটি গঠন ও অচিরেই মহানগর দক্ষিণের পূর্ণাঙ্গ কমিটি গঠনের আশ্বাস দেন।
তিনি আগামীতে সবাইকে ঐক্যবদ্ধ থেকে আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করার আহ্বান জানান।