সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

কণ্ঠশিল্পী বেবী নাজনীন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মনোনীত

রবিবার, জুন ২৩, ২০২৪

প্রিন্ট করুন

যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্র প্রবাসী কণ্ঠশিল্পী বেবী নাজনীন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা মনোনীত হয়েছেন। গেল ১৫ জুন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বেবী নাজনীন এত দিন দলের সহ-আন্তর্জাতিক সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। বেবী নাজনীনসহ মোট দশ নেতাকে দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা করেছে বিএনপি।

বহু দিন যাবৎ বিএনপির রাজনীতিতে যুক্ত বেবী নাজনীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-চার (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন।
বেবী নাজনীন গেল সাড়ে চার দশকের ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন। আধুনিক সংগীতে শতাধিক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবী নাজনীন তার সংগীতজীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ও দেশ-বিদেশের মঞ্চ মাতিয়েছেন সমানতালে।

বেবী নাজনীনের জনপ্রিয় গানের তালিকায় রয়েছে ‘মানুষ নিষ্পাপ পৃথিবীতে আসে’, ‘ওই রংধনু থেকে’, ‘পত্রমিতা’, ‘আমার ঘুম ভাঙাইয়া গেল রে মরার কোকিলে’, ‘লোকে বলে আমার ঘরে নাকি চাঁদ উঠেছে’, ‘আজ পাশা খেলবো রে শ্যাম’, ‘প্রিয়তমা’, ‘সারা বাংলায় খুঁজি তোমারে’, ‘ও বন্ধু তুমি কই কই রে.. এ প্রাণো বুঝি যায় রে’ ইত্যাদি।

বেবী নাজনীন একাধিক বার জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশ-বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। শুধু কণ্ঠশিল্পীই নন, তিনি একজন গীতিকবিও। নিজের গাওয়া বহু গান নিজেই লিখেছেন। গান লেখা ছাড়া কবিতাও লেখেন বেবী নাজনীন। এ পর্যন্ত তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার।