নিউইয়র্ক: জাকজমকপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শতবর্ষ উদযাপনের প্রস্তুতি নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন ইউএসএ ইনক। আগামী ২৬ নভেম্বর নিউইয়র্কের লাগর্ডিয়া প্লাজা হোটেলে শতবর্ষ পালন করা হবে। আমেরিকায় বসবাসকারী ঢাবির সাবেক সব শিক্ষার্থীকে এসোসিয়েশনের ওয়েবসাইট WWW.DUAAUSA.COM এ রেজিস্ট্রেশন করার আহবান জানানো হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় জ্যামাইকার একটি হোটেলে বৈঠক করেছে শতবর্ষ উদযাপন কমিটি।
বৈঠকে বলা হয়েছে, ‘আগামী ২৬ নভেম্বরকে রাঙিয়ে তুলতে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।’
এছাড়াও বিশ্ববিদ্যায়লের শতবর্ষের অনুষ্ঠানে থাকবে আরো অনেক চমক।
শতবর্ষ উদযাপন অনুষ্ঠানে যোগ দেবেন ঢাবির ভাইস চ্যান্সেলর প্রফেসর মো. আকতারুজ্জামানসহ দেশ বিদেশে ছড়িয়ে থাকা সাবেক শিক্ষার্থীরা।
ঢাকা বিশ্ববিদ্যালয় এলামনাই এসোসিয়েশন অফ ইউএসএ এর সভাপতি সাইদা আকতার লিলির সভাপতিত্বে বৈঠকে প্রধান সমন্বয়কারী মোল্লা মুনিরুজ্জামান, সদস্য সচিব গাজী সামনউদ্দিন, চীফ প্যাট্রন চৌধুরী সরওয়ার হাসান, জয়েন্ট মেম্বার সেক্রেটারি এমএস আলম, ওএমডি গোলাম মোস্তফা, উপদেষ্টা ফকরুল ইসলাম ও সাংস্কৃতিক উপ কমিটির সদস্য নুপর চৌধুরীসহ এসোসিয়েশনের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠকে শতবর্ষ উদযাপন কিভাবে সুন্দরভাবে সম্পন্ন করা যায়, সে বিষয়ে সবাই মতামত ব্যক্ত করেন।