সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ক্রিমিয়ায় ইউক্রেনের হামলার ঘটনায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব রাশিয়ার

সোমবার, জুন ২৪, ২০২৪

প্রিন্ট করুন
লিন ট্র্যাসি

মস্কো, রাশিয়া: অধিকৃত ক্রিমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় মস্কোতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতকে তলব করেছে রাশিয়র পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (২৪ জুন) বিবৃতিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন ট্র্যাসিকে তলবের কথা জানিয়েছে রাশিয়ার মন্ত্রণালয়। সংবাদ আরটি নিউজের।

রোববার (২৩ জুন) ক্রিমিয়ার সেভাস্তোপোলে যুক্তরাষ্ট্রের সরবরাহকৃত দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুই শিশুসহ অন্তত চারজন নিহত ও দেড়শতাধিক মানুষ আহত হয়েছেন বলে দাবি করেছেন রাশিয়ার কর্মকর্তারা।

সেভাস্তোপোলে ইউক্রেনীয় হামলাকে ইঙ্গিত করে বিবৃতিতে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন ট্র্যাসির কাছে নিন্দা বার্তা পৌঁছে দেয়া হয়েছে।’

তবে, এ ঘটনায় এখনো মস্কোর যুক্তরাষ্ট্রের দূতাবাস কোন মন্তব্য করেনি। ইউক্রেনের এ ভয়াবহ হামলার ব্যাপারে প্রশ্ন করা হলে পেন্টাগন জানিয়েছে, ‘আমরা ব্যাপারটি জেনেছি। এ নিয়ে কিছু বলার নেই।’

এর পূর্বে, রোববার (২৩ জুন) রাশিয়র প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছিল, ‘গুচ্ছবোমা ওয়ারহেডযুক্ত যুক্তরাষ্ট্রের সরবরাহ করা চারটি আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটিএসিএমএস) ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। কিন্তু, বিস্ফোরকগুলো মাঝ-আকাশে বিস্ফোরিত হয়েছে।’

রাশিয়র মন্ত্রণালয় আরো বলেছিল, ‘যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞরা ক্ষেপণাস্ত্রগুলোর উড্ডয়নের গতিপথ নির্ধারণ করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা স্যাটেলাইটে পাওয়া তথ্যের ভিত্তিতে। যার অর্থ হল যুক্তরাষ্ট্র এ হামলার জন্য সরাসরি দায়ী।’