ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: জি-২০ সম্মেলনে অংশ নেয়ার সময় রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাক্ষাত করার কোন আগ্রহ নেই। আগামী মাসে অর্থনৈতিকভাবে বিশ্বের প্রভাবশালী দেশগুলোর অংশগ্রহণে এ সম্মেলন হতে যাচ্ছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) হোয়াইট হাউস এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।
যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা পরিষদের মুখপাত্র জন কিরবি বলেন, ‘ভ্লাদিমির পুতিনের সাথে বাইডেনের বৈঠকে বসার কোন ইচ্ছা নেই।’
এর আগে বাইডেন বলেছেন, ‘ইন্দোনেশিয়ার বালিতে হতে যাওয়া এ সম্মেলনে পুতিনের সাথে তার সাক্ষাত করার কোন পরিকল্পনা নেই।’
এ দিকে, সেখানে আগামী মাসে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে পুতিন অংশগ্রহণ করবেন কি-না তা এখন পর্যন্ত রাশিয়ার পক্ষ থেকে নিশ্চিত করা হয় নি।