ফ্লোরেন্স, কেন্টাকি, যুক্তরাষ্ট্র: বন্দুক হামলার দেশ যুক্তরাষ্ট্রে এবার জন্মদিনের অনুষ্ঠানে গুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চার জন নিহত ও তিন জন আহত হয়েছেন। শনিবার (৬ জুলাই) কেন্টাকি রাজ্যের ফ্লোরেন্স শহরের একটি বাড়িতে জন্মদিনের অনুষ্ঠান চলাকালে বন্দুকধারী গুলি চালায়। সংবাদ এনডিটিভি, সিনহুয়ার।
ফ্লোরেন্স পুলিশ বিভাগ জানিয়েছে, ঘটনাস্থলেই চারজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। আহত তিন জনকে নিকটস্থ একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ প্রধান জেফ ম্যালেরি সংবাদ সম্মেলনে বলেন, ‘বন্দুক হামলার সংবাদ পেয়ে অফিসাররা শনিবার (৬ জুলাই) ভোর তিনটার দিকে ওই বাসভবন যান। বাড়ির কাছাকাছি যাওয়ার সাথে সাথে তারা গুলি চালানোর শব্দ শুনতে পান। এ সময় জন্মদিনের পুল পার্টিতে অনেকে যোগ দিয়েছিলেন।’
পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী একজন প্রাপ্তবয়স্ক পুরুষ। পুলিশ আসার পূর্বে একটি গাড়িতে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় হামলাকারী।
সন্দেহভাজন হামলাকারী পুলিশের তাড়া খেয়ে রাস্তা ছেড়ে খাদে পড়ে যায়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন ব্যক্তিকে নিজের বন্দুকের গুলিতে আহত অবস্থায় উদ্ধার করে। তাকে নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তাকে মৃত ঘোষণা করা হয়।
কর্মকর্তারা বলছেন, প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে যে, সন্দেহভাজন ব্যক্তি ওই হামলায় একাই জড়িত ছিলেন। জনসাধারণের জন্য এখন কোন বিপদ নেই।