নিউইয়র্ক সিটি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির জ্যাকসন হাইটসে আওয়ামী লীগের নেতা ও জ্যাকসন হাইটস বিজনেস এসোসিয়েশনের সহ সভাপতি সুলতান আহমেদের তোপের মুখে পড়েছেন সাংসদ মির্জা আজম। মঙ্গলবার (৯ জুলাই) জ্যাকসন হাইটসের শেফ মহল রেস্টুরেন্টে বঙ্গবন্ধু ফাউন্ডেশন যুক্তরাষ্ট্র শাখা কর্তৃক আয়োজিত সাংসদ মির্জা আজমের সঙ্গে মত বিনিময় সভায় অর্থ পাচার, অবাধে মাদক সেবন ও বিক্রি, দুর্নীতিসহ বিভিন্ন বিষয়ে সুলতান আহমদ, মির্জা আজমকে উদ্দেশ্য করে তীর্যক মন্তব্য ছুড়ে দিলে কিছুটা অপ্রস্তুত হয়ে তিনি।
সুলতান আহম্মদ বলেন, ‘সারা দেশ তথা গ্রামের অলিগলি পর্যন্ত মাদকের আখড়ায় পরিণত হয়েছে। আপনি বিশ্বাস করেন আর নাই করেন, ক্ষমতার প্রভাব খাটিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীরা পুলিশকে ব্যবহার করে এসব মাদকের কারবার নিয়ন্ত্রণ করে। এটা কোরআনের বানীর মত সত্য।’
সুলতান আহমদের এমন বক্তব্যের পর অপ্রস্তুত অবস্থায় মির্জা আজম এসব প্রশ্নের ব্যাখ্যা দিয়ে বলেন, ‘মাদক বাংলাদেশে যেমন আছে, যুক্তরাষ্ট্রেও আছে। এটা শুধুমাত্র বাংলাদেশের সমস্যা না, এটা বৈশ্বিক একটা সমস্যা। মাদক নিয়ন্ত্রণে যা যা করা দরকার, সরকার তার সর্বোচ্চ চেষ্টা করছে।’
দুর্নীতির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ‘বঙ্গবন্ধ নিজেই বলে গেছেন, সরকারের পক্ষে দুর্নীতি বন্ধ করা সম্ভব না। দুর্নীতির বিরুদ্ধে সামাজিক আন্দোলন দরকার।’
এর পূর্বে, ক্তরাষ্ট্রে আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তি উদযাপন অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে উদ্দেশ্য করে মানি লন্ডারিংসহ অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে প্রশ্ন করলে স্বরাষ্ট্রমন্ত্রীকেও কিছুটা বিব্রত হতে দেখা যায়।