রেহোবোথ বিচ, ডেলাওয়্যার, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ‘প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনায় সবার অবশ্যই নিন্দা জানানো উচিৎ।’ সংবাদ এপির।
ঘটনার প্রায় দুই ঘণ্টা পর জাতির উদ্দেশে বাইডেন বলেন, ‘ট্রাম্প ভাল আছেন জানতে পেরে স্বস্তি পেয়েছেন তিনি।’
ওই বক্তব্যের পূর্বে ট্রাম্পের সাথে যোগাযোগ করতে না পারলেও হোয়াইট হাউস জানিয়েছে, ট্রাম্পের সাথে তার কয়েক ঘণ্টা পর কথা হয়েছে।
বাইডেন বলেন, ‘আমরা এ ধরনের ঘটনা হতে দিতে পারি না। এ ধরনের সহিংসতা যে যুক্তরাষ্ট্রে ঘটবে তা অকল্পনীয়।’
টেলিপ্রম্পটার ছাড়াই কথা বলার সময় বাইডেন বলেন, ‘ঘটনাটিকে আনুষ্ঠানিকভাবে উদ্দেশ্যমূলক হত্যাচেষ্টা বলার পূর্বে তিনি আরো কিছু তথ্যের জন্য অপেক্ষা করছেন।’
আরো তথ্য পাওয়ার পর জানানো হবে জানিয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমার একটি মতামত আছে, তবে উপযুক্ত প্রমাণ নেই।’