সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

চিটাগাং উইম্যান চেম্বারের উদ্যোগে লেদার প্রোডাক্ট প্রোডাকশন প্রশিক্ষণ শুরু

শনিবার, অক্টোবর ২৯, ২০২২

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে এবং এসএমই ফাউন্ডেশনের সহযোগিতায় শনিবার (২৯ অক্টোবর) পাঁচ দিনব্যাপী ‘লেদার প্রোডাক্ট প্রোডাকশন’ শীর্ষক প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

চিটাগাং উইম্যান চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির পরিচালক নুজহাত নূয়েরি কৃষ্টির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি চেম্বারের প্রেসিডেন্ট ইনচার্জ ও সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আবিদা মোস্তফা।

তিনি বলেন, ‘লক্ষ্য ও মনোবল ঠিক থাকলে জীবনে উন্নতি আসবেই। এ প্রশিক্ষণ নতুন উদ্যোক্তা তৈরিতে সহায়ক হবে। বিশেষ করে প্রাথমিকভাবে ঘরে বসেই তারা তাদের ব্যবসায় শুরু করতে পারবে ও দেশকে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করতে সক্ষম হবে।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক আবদুস সালাম সর্দার বলেন, ‘ভিন্নধর্মী ব্যবসায় নারীদের প্রভাব লক্ষ্যণীয়। অতীতের ব্যর্থতায় দুঃখী না হয়ে বর্তমানকে ঠিকমত কাজে লাগাতে পারলে ভবিষ্যৎ সুন্দর হবে। তাই প্রশিক্ষণটি হতে পারে আপনার জীবনের একটি টার্নিং পয়েন্ট।’

নুজহাত নূয়েরি কৃষ্টি বলেন, ‘প্রশিক্ষণটি তাদের সৃজনশীলতা প্রকাশের মাধ্যমে ব্যবসায়িক প্রসারতা বৃদ্ধিতে ভূমিকা রাখবে। কেবল উদ্যোক্তা তৈরিই নয়, বরং তারা যেন ব্যবসায়ে টিকে থাকতে পারে ও সফল হয়, তার জন্যও চিটাগাং উইম্যান চেম্বার কাজ করছে।’

চেম্বারের সেমিনার হলে প্রশিক্ষক মাহমুদুর রহমান পাঁচ দিনে ৩৫জন প্রশিক্ষণার্থীকে প্রশিক্ষণ দেবেন।