ক্যালিফোর্নিয়া: যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির স্বামী পল পেলোসির (৮২) হামলাকারীকে গ্রেফতার করা হয়েছে। বর্তমানে হামলাকারী পুলিশ হেফাজতে রয়েছে। তার উদ্দেশ্য কী ছিল তা এখনো জানা যায়নি।
হামলার সময় ন্যান্সি পেলোসি ওয়াশিংটনে ছিলেন। শুক্রবার (২৮ অক্টোবর) এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন তিনি।
এ হামলার আহত হয়েছেন অশীতিপর পল।
বিবৃতিতে পেলোসি বেলছেন, ‘এক হামলাকারী তাদের স্যান ফ্রানসিস্কোর বাড়িতে ঢুকে পল পেলোসির ওপরে হামলা চালায়।’
বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন পল পেলোসি। তবে তার আঘাত গুরুতর না হওয়ায়, দ্রুতই সুস্থ হয়ে উঠবেন বলে আশা করা হচ্ছে। পুলিশ ও চিকিৎসকদের ধন্যবাদ জানিয়েছেন ন্যান্সি পেলোসি।
১৯৬৩ সালে ন্যান্সি পেলোসি ও পল পেলোসি দাম্পত্য জীবন শুরু করেন ও তাদের পাঁচটি সন্তান রয়েছে।