শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে এসে রিপোর্ট করতে বললেন ইউনূস

শুক্রবার, আগস্ট ১৬, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে টেলিফোনে কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। শুক্রবার (১৬ আগস্ট) এক্সে আইডিতে পোস্টের মাধ্যমে এ ফোনালাপের কথা জানান ভারতের প্রধানমন্ত্রী।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, এ দুইজনের মধ্যে হিন্দুসহ বাংলাদেশের সব সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে কথা হয়েছে।

ইউনূস নরেন্দ্র মোদিকে বলেছেন, ‘বাংলাদেশে সংখ্যালঘুদের নির্যাতন নিয়ে ভারতীয় মিডিয়ায় অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হয়েছে।’

সত্যিকার অর্থে কী ঘটেছে, সেটি দেখতে বাংলাদেশে এসে ভারতীয় সাংবাদিকদের রিপোর্ট করার আহ্বান জানিয়েছেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের দেয়া বিবৃতিতে বলা হয়েছে, ‘শুক্রবার (১৬ আগস্ট) নরেন্দ্র মোদির সাথে কথা বলেছেন মুহাম্মদ ইউনূস। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধানের দায়িত্ব গ্রহণ করায় নরেন্দ্র মোদি ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন।’

‘টেলিআলাপ এবং প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেয়ার পরপরই টুইট করায় নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানিয়েছেন ইউনূস। তিনি ১৫ আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতীয় নেতা ও জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন। যা গতকাল বৃহস্পতিবার দেশটিতে উদযাপিত হয়েছে।’

‘নরেন্দ্র মোদি নয়া সরকারের প্রতি শুভ কামনা জানিয়েছেন এবং কাছের বন্ধু হিসেবে জনগণের উপকারের জন্য বাংলাদেশের সাথে কাজ করার আগ্রহ প্রকাশ করেছেন। এছাড়া ]ইউনূসের নেতৃত্বাধীন সরকারের সাথে গভীরভাবে কাজ করার আশা ব্যক্ত করেছেন।’

‘নরেন্দ্র মোদি ২০০৬ সালের নোবেলজয়ীর প্রশংসা করেছেন। তিনি জানিয়েছেন, তিনি তাকে দীর্ঘ দিন ধরে চেনেন। তিনি আরো বলেছেন, ইউনূসের দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে ও তার নেতৃত্ব বাংলাদেশের মানুষের জন্য মঙ্গল বইয়ে আনবে।’

অপর দিকে ‘মোদী সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারটি যখন উত্থাপন করেছেন, তখন প্রধান উপদেষ্টা বলেছেন, সংখ্যালঘুসহ বাংলাদেশের সব নাগরিকের নিরাপত্তা নিশ্চিতে সরকার প্রতিশ্রতিবদ্ধ।’

অন্য দিকে, ভারতীয় মিডিয়ায় সংখ্যালঘুদের নির্যাতনের প্রতিবেদন নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন, ‘এটি নিয়ে অতিরঞ্জিত সংবাদ প্রকাশ করা হয়েছে এবং তিনি ভারতীয় সাংবাদিকদের বাংলাদেশে আসার আহ্বান জানিয়েছেন এবং সংখ্যালঘুদের ইস্যু নিয়ে তাদের মাঠ পর্যায় থেকে রিপোর্ট করতে বলেছেন।’

‘প্রধান উপদেষ্টা আরো বলেছেন, বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা হয়েছে ও পুরো দেশে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে।’

‘নরেন্দ্র মোদি ইউনূসকে আগামী ১৭ আগস্ট নয়াদিল্লিতে অনুষ্ঠেয় তৃতীয় ‘ভয়েস অব সাউথ গ্লোবাল’ ভার্চুয়াল সম্মেলনে যোগ দিতে দাওয়াত দিয়েছেন। প্রধান উপদেষ্টা ঢাকা থেকে ভার্চুয়ালি সম্মেলনে যোগ দিতে সম্মত হয়েছেন।’

‘প্রধান উপদেষ্টা নরেন্দ্র মোদিকে বলেছেন, শিক্ষার্থীদের আন্দোলনের কারণে তার নেতৃত্বাধীন অন্তর্বতী সরকার গঠিত হয়েছে। এটি বাংলাদেশের একটি দ্বিতীয় বিপ্লব ও তার সরকার সাধারণ শিক্ষার্থী ও জনগণের গণতান্ত্রিক আকাঙ্খা পূরণ করবে।’

‘প্রধান উপদেষ্টা আরো বলেছেন, তার সরকার রাষ্ট্রের সব যন্ত্র পুরোপুরি কার্যকর ও দেশের সব নাগরিকের মানবাধিকার সুরক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ।’