সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

শিরোনাম

গাজায় যুদ্ধবিরতির খুবই কাছাকাছি রয়েছি

শনিবার, আগস্ট ১৭, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: গাজায় সংঘাত বন্ধে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির একেবারে দ্বারপ্রান্তে রয়েছে মধ্যস্থতাকারীরা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ তথ্য জানিয়েছেন।

শুক্রবার (১৬ আগস্ট) হোয়াইট হাউসের ওভাল অফিসে এক অনুষ্ঠানে বাইডেন বলেন, ‘গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়ন প্রক্রিয়া সাম্প্রতিক সময়ের মধ্যে সবচেয়ে কাছাকাছি এসেছে।’

‘(যুদ্ধবিরতির সম্ভাবনা) তিন দিন পূর্বে যে অবস্থায় ছিল, তার চেয়ে বহু কাছাকাছি চলে এসেছি আমরা। আর একটু ধৈর্য্য ধরুন।’

এ দিন যুক্তরাষ্ট্র, মিসর ও কাতারের যৌথ বিবৃতিতে বলা হয়, ‘যুদ্ধবিরতি এবং জিম্মি ও আটকদের মুক্তির ব্যাপারে চুক্তি সম্পাদনে গেল ৪৮ ঘণ্টা ধরে দোহায় আমাদের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা গভীর আলোচনা চালিয়ে যাচ্ছেন।’

‘চুক্তিতে বর্ণিত মানবিক বিধান বাস্তবায়নের পাশাপাশি জিম্মি ও আটকদের সম্পর্কিত সুনির্দিষ্ট ব্যাপারগুলো বাস্তবায়নে মধ্যস্ততাকারী দলটি আগামী দিনগুলোতেও নিজেদের কাজ চালিয়ে যাবে।’

‘(সব পক্ষের) উপস্থাপিত শর্তাবলির অধীনে চুক্তি সম্পাদনের লক্ষ্যে আগামী সপ্তাহ শেষ হওয়ার পূর্বেই তারা মিশরের কায়রোতে ফের মিলিত হবেন।’

এ দিকে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনের শনিবার (১৭ আগস্ট) ইসরায়েল সফর করার কথা রয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের উপ-প্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল।

বিবৃতিতে প্যাটেল বলেন, ‘মিসর ও কাতারের সমর্থনে যুক্তরাষ্ট্রের উপস্থাপিত প্রস্তাবের মাধ্যমে যুদ্ধবিরতি এবং জিম্মি ও বন্দিদের মুক্তির চুক্তি সম্পাদনে কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রাখতেই ব্লিঙ্কেন ইসরায়েল সফর করবেন।’

বলে রাখা ভাল, গেল ৭ অক্টোবর ইসরায়েলে ঢুকে হামাসের হামলায় দেশটির অন্তত এক হাজার ২০০ বেসামরিক নাগরিক নিহত হয়। সে সময় ২৫০ ইসরায়েলিকে জিম্মি করে নিয়ে যায় ফিলিস্তিনের সশস্ত্র শাসক গোষ্ঠী হামাস। ওই ঘটনার পর থেকে গাজায় ক্রমাগত হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। ইসরায়েলের হামলায় এ পর্যন্ত গাজায় নিহতের সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে বলে বৃহস্পতিবার (১৬ আগস্ট) নিশ্চিত করেছে হামাস পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।