বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪

শিরোনাম

বাংলাদেশ থেকে সরে আমিরাতে গেল নারী টি-২০ বিশ্বকাপ

বুধবার, আগস্ট ২১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে চলমান অস্থিতিশীলতার জেরে এবার ২০২৪ সালের নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন বাংলাদেশ থেকে সরিয়ে নিল ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বাংলাদেশের বদলে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) নারী টি-২০ বিশ্বকাপ অনুষ্ঠিত হবে বলে নিশ্চিত করেছে আইসিসি। বাংলাদেশের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকার উদ্বেগ প্রকাশের পর এ সিদ্ধান্ত নিল আইসিসি।

আগামী ৩-২০ অক্টোবর দুবাই ও শারজাহর দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের নবম আসর। অবশ্য ভেন্যু পরিবর্তন হলেও আয়োজক স্বত্ব ধরে রাখবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

গেল ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দেশজুড়ে নিরাপত্তা সংকটের মাঝে বেশ কয়েকটি অংশগ্রহণকারী দেশের সরকার বাংলাদেশ ভ্রমণে নিজ দেশের নাগরিকদের প্রতি সতর্কতা জারি করে। এ কারণে বিশ্ব ক্রিকেটের এ আসরটি বাংলাদেশে আয়োজন করা একপ্রকার অসম্ভব হয়ে পড়ে। এরপরই টুর্নামেন্টের আয়োজন সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিল আইসিসি।

বিশ্বকাপ আয়োজনের প্রচেষ্টার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন আইসিসির প্রধান নির্বাহী জিওফ অ্যালারডাইস। এছাড়া, নয়া আয়োজক হিসেবে দায়িত্ব নিতে এগিয়ে আসায় আমিরাত ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

বিবৃতিতে অ্যালারডাইস বলেন, ‘বাংলাদেশে নারী টি-২০ বিশ্বকাপ আয়োজন করতে না পারাটা লজ্জার। কারণ, আমরা জানি, বিসিবি একটি স্মরণীয় আসর আয়োজন করত।’

গেল কয়েক বছরে ক্রিকেট টুর্নামেন্ট আয়োজনের একটি অন্যতম গন্তব্যে পরিণত হয়েছে সংযুক্ত আরব আমিরাত। এর পূর্বে, ২০২১ সালের আইসিসি টি-২০ বিশ্বকাপ আয়োজন করে আরব আমিরাত। চলমান বিশ্বকাপ আসর আয়োজনেও তারা ভালভাবেই প্রস্তুত।

আমিরাতের পাশাপাশি এ আসরটির আয়োজনে ইচ্ছা প্রকাশ করায় শ্রীলঙ্কা ও জিম্বাবুয়েকেও ধন্যবাদ জানিয়েছে আইসিসি।

এ ব্যাপারে জিওফ জানান, ২০২৬ সালে এ দুই দেশে আইসিসির বৈশ্বিক ইভেন্টগুলো দেখার অপেক্ষায় রয়েছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।

তিনি বলেন, ‘আমি বিসিবির (আয়োজক) দলকে ধন্যবাদ জানাতে চাই যে, তারা বাংলাদেশে আসরটি আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করেছে। কিন্তু, অংশগ্রহণকারী বেশ কয়েকটি দেশের সরকারের পক্ষ থেকে সেখানে ভ্রমণ সতর্কতা জারি করার কারণে সেটা সম্ভব হয়নি। তবে, তাদের হাতেই আয়োজকের স্বত্ব থাকবে।’