রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

প্রেসিডেন্ট পদে প্রার্থীতা প্রত্যাহার করে ট্রাম্পকে সমর্থন রবার্ট এফ কেনেডি জুনিয়রের

শনিবার, আগস্ট ২৪, ২০২৪

প্রিন্ট করুন

গ্লেনডেল, যুক্তরাষ্ট্র: রবার্ট এফ কেনেডি জুনিয়র শুক্রবার (২৩ আগস্ট) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে নির্বাচনি লড়াই স্থগিত করেছেন ও ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানিয়েছেন। এর ফলে, হোয়াইট হাউসের লড়াইয়ে নয়া অনিশ্চয়তা দেখা দিয়েছে।

কেনেডি পরিবারের এ সদস্য অ্যান্টি-ভ্যাকসিন কর্মী ও ষড়যন্ত্র তত্ত্ববিদ (কন্সপেরেসি থিউরি) কেনেডি জুনিয়র অ্যারিজোনায় সংবাদ সম্মেলনে বলেন, ‘আমি আর বিশ্বাস করি না যে, আমার কাছে নির্বাচনী জয়ের বাস্তবসম্মত পথ আছে।’

একটি দীর্ঘ প্রার্থী তালিকা উপেক্ষা করে, প্রাথমিক প্রতিদ্বন্দ্বিতা ছাড়া ডেমোক্রেটিক মান বিবেচনা না করে প্রেসিডেন্ট প্রার্থী মনোনীত হওয়ায় ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নিন্দা করে’ প্রাক্তন ডেমোক্রেট কেনেডি জুনিয়র (৭০) বলেন, ‘এ কারণে তিনি হ্যারিসকে ত্যাগ করে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন দিচ্ছেন।’

তার পরিবারের বেশীরভাগ সদস্য এ সিদ্ধান্তের বিরোধীতা করছেন।

কেনেডি জুনিয়রের পাঁচ ভাই-বোন যৌথ বিবৃতিতে বলেছেন, ‘আমাদের ভাই কেনেডি জুনিয়রের আজ ট্রাম্পকে সমর্থন করার সিদ্ধান্ত আমাদের বাবা ও আমাদের পরিবারের মূল্যবোধের সাথে বিশ্বাসঘাতকতা, যেখানে তারা হ্যারিসকে সমর্থন করেছেন।’

বিবৃতিতে তারা বলেছেন, ‘এটি একটি একটি দুঃখজনক গল্পের দুঃখজনক সমাপ্তি।’

প্রাক্তন ডেমোক্রেট কেনেডি জুনিয়র হোয়াইট হাউসের লড়াইয়ে স্বতন্ত্র্য প্রার্থিতা প্রত্যাহার করে শুক্রবার (২৩ আগস্ট) সাংবাদিকদের বলেন, ‘তিনি ভোটের তীব্র লড়াইয়ের রাজ্যগুলোতে ব্যালট থেকে তার নাম প্রত্যাহার করছেন ও তার প্রচার কার্যক্রম স্থগিত করার পরিকল্পনা করছেন।’

ট্রাম্পকে সাহায্য করার আপাত প্রচেষ্টায় ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের কাছ থেকে ভোট দূরে সরিয়ে নেয়ার জন্য কেনেডি জুনিয়র ভোটের হিসাব ডেমোক্র্যাটিক-দলের দিকে ঝুঁকে থাকা রাজ্যগুলোতে ব্যালটে থাকার সিদ্ধান্ত নিয়েছেন।