ঢাকা: বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের প্রাক্তন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাটের গাড়িতে হামলার ঘটনায় করা মামলার অন্যতম আসামি প্রাক্তন সাংসদ সাদেক খানকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৪ আগস্ট) সন্ধ্যায় পশ্চিম নাখালপাড়া থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
২০১৮ সালের ৪ আগস্ট রাতে মোহাম্মদপুরে বদিউল আলম মজুমদারের বাসায় নৈশভোজে অংশ নেন মার্শা বার্নিকাট। নৈশভোজ শেষে তিনি গাড়িতে ওঠার সময় তার গাড়িবহর লক্ষ্য করে হামলা করা হয়। পরে, এ ঘটনায় মামলা করা হয়। সেই মামলার আসামি সাদেক খান।
মার্শা বার্নিকাট ২০১৫-২০১৮ সাল পর্যন্ত ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সাদেক খান মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলানগর থানার একাংশ নিয়ে গঠিত ঢাকা-১৩ আসনে ২০১৮ সালের নির্বাচনে নৌকা প্রতীকে জয়ী হন।
২০২৪ সালের নির্বাচনে তিনি দলের মনোনয়ন পাননি।