ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ডেমোক্র্যাটিক দলের প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস ও তার রানিং মেট টিম ওয়ালজ বৃহস্পতিবার (২৯ আগস্ট) সিএনএনকে সাক্ষাৎকার দিবেন। দলটির মনোনীত প্রার্থী হিসেবে জো বাইডেনের স্থলাভিষিক্ত হওয়ার পর এটি হবে হ্যারিসের প্রথম সাক্ষাৎকার। সংবাদ এএফপির।
প্রায় পাঁচ সপ্তাহ পূর্বে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসের প্রতিযোগিতার দৌড় থেকে বাদ পড়ার পর থেকে রিপাবলিকানরা বার বার ৫৯ বছর বয়সী ভাইস প্রেসিডেন্ট হ্যারিসের বিরুদ্ধে সাক্ষাৎকার এড়ানোর অভিযোগ করে আসছেন।
সিএনএন জানায়, বৃহস্পতিবার (২৯ আগস্ট) জর্জিয়া রাজ্যে প্রচারাভিযানে যাওয়ার সময় এ জুটি সাক্ষাৎকারটি দেবেন এবং এটি একই দিন স্থানীয় সময় রাত নয়টায় প্রচারিত হবে।
সিএনএন আরো জানায়, বিস্তারিতভাবে দেয়া এ সাক্ষাৎকার একটি প্রাইমটাইম স্পেশাল হিসেবে প্রচার করা হবে।
সিএনএন জানায়, সাক্ষাৎকারটি অ্যাঙ্কর ডানা বাশ পরিচালনা করবেন।