রবিবার, ২৪ নভেম্বর ২০২৪

শিরোনাম

কমছে জ্বালানি তেলের মূল্য

শনিবার, আগস্ট ৩১, ২০২৪

প্রিন্ট করুন

ঢাকা: বিশ্ববাজারের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানি তেলের দাম কমাতে যাচ্ছে সরকার। শনিবার (৩১ আগস্ট) দিবাগত রাত ১২টার পর থেকে নয়া এ হ্রাসকৃত দামে তেল বিক্রি শুরু হবে।

জ্বালানি তেলের নয়া মূল্য নির্ধারণ করে শনিবার (৩১ আগস্ট) প্রজ্ঞাপন জারি করেছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।

স্বয়ংক্রিয় দাম নির্ধারণ প্রক্রিয়ায় প্রতি লিটার পেট্রোল ও অকটেনের মূল্য কমবে ছয় টাকা। আর ডিজেল ও কেরোসিনের মূল্য কমবে এক টাকা ২৫ পয়সা।

মন্ত্রণালয়ের উপসচিব শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ‘জ্বালানি তেলের স্বয়ংক্রিয় দাম নির্ধারণের সূত্র নির্ধারণ করে নির্দেশিকার আলোকে ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম পুননির্ধারণ করা হয়েছে।’

প্রজ্ঞাপনে নয়া দামে তেল বিক্রির একটি তালিকাও প্রকাশ করা হয়।’

প্রজ্ঞাপন অনুযায়ী, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের মূল্য ১০৬ টাকা ৭৫ পয়সা থেকে কমে হয়েছে ১০৫ টাকা ৫০ পয়সা। পেট্রোলের নয়া মূল্য প্রতি লিটার ১২৭ টাকা থেকে কমে হয়েছে ১২১ টাকা ও অকটেনের মূল্য ১৩১ টাকা থেকে কমে হয়েছে ১২৫ টাকা।