নিউইয়র্ক: আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ এর উদ্যোগে ঈদে মিলাদুন্নবী কনভেনশন ২১ অক্টোবর নিউইয়র্কের জ্যামাইকার তাজমহল পার্টি হলে সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
মাহফিলে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন মাওলানা শাহসুফী সৈয়দ সাইফউদ্দিন আহমেদ আল হাসানী। এতে কিনোট স্পীকার ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মুহাম্মদ এমদাদুল হক।
আহলে সুন্নাত ওয়াল জামাত ইউএসএ এর সভাপতি সৈয়দ জুবায়ের আহমদের সভাপতিত্বে ও সহসভাপতি মাওলানা আতাউর রহমানের পরিচালনায় এতে স্বাগত বক্তৃতা করেন সংগঠনের মহাসচিব মোহাম্মদ সেলিম উদ্দিন।
বিশেষ অতিথি ছিলেন মসজিদ আল নুরের ডিরেক্টর আল্লামা কারি গোলাম রাসুল। বক্তৃতা করেন সংগঠনের সহসভাপতি মুহাম্মদ ইকবাল হোসেইন, প্রচার সম্পাদক শেখ মো. মোস্তফা কামাল।