লং আইল্যান্ড, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রে বাংলাদেশী মানি ট্রান্সমিটারস অ্যান্ড এজেন্টদের সংগঠন ‘এবিএএমটিএ’র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ আগস্ট) নিউইয়র্ক রাজ্যের লং আইল্যান্ডের ভ্যালিস্টিমের প্যাভিলিয়নে এ বনভোজনের আয়োজন করা হয়।
বনভোজন অনুষ্ঠানের উদ্বোধন করেন স্ট্যান্ডার্ড এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ‘এবিএএমটিএ’-এর প্রধান উপদেষ্টা মোহাম্মদ মালেক। প্রধান অতিথি ছিলেন সিপিএ এবং এমএসবি স্পেসালিস্ট আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আইটি অডিটর ও স্পেশালিস্ট আব্বাস উদ্দিন। সভাপতিত্ব করেন এবিএএমটিএ’-এর সভাপতি ও সানম্যান গ্লোবাল এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মাসুদ রানা তপন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক ও অ্যাংকর ট্রাভেলস অ্যান্ড মানি ট্রান্সফারের প্রেসিডেন্ট এএসএম মাঈন উদ্দিন পিন্টু।
বনভোজন আয়োজন কমিটির চেয়ারম্যান ছিলেন ‘এবিএএমটিএ’-এর উপদেষ্টা এবং বিএ এক্সপ্রেসের প্রেসিডেন্ট অ্যান্ড সিইও মো. আতাউর রহমান।
বনভোজন আয়োজনে সাবিক সহযোগিতা করেন র্যাক এক্সপ্রেসের প্রেসিডেন্ট এবং ‘এবিএএমটিএ’-এর সহ-সভাপতি এনামুল কবির, লিবারটি ট্রাভেলস অ্যান্ড টেকের প্রেসিডেন্ট এবং ‘এবিএএমটিএ’-এর পরিচালক (ট্রেজারার) সিপিএ মোহাম্মদ চিশতী, টাচ পয়েন্ট অ্যান্ড মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট এবং ‘এবিএএমটিএ’-এর পরিচালক এএসএম মাঈন উদ্দিন বাবলু, কবির ট্যাক্স অ্যান্ড মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট এবং ‘এবিএএমটিএ’-এর পরিচালক কবির আহমেদ, স্কাই ওয়্যারলেসের প্রেসিডেন্ট এবং ‘এবিএএমটিএ’-এর পরিচালক জাকির কামাল, মিম ওয়্যারলেসের প্রেসিডেন্ট এবং ‘এবিএএমটিএ’-এর পরিচালক মোহাম্মদ এম খান আপেল, জ্যাট ট্রাভেলস অ্যান্ড মাল্টি সার্ভিসের সিইও এবং ‘এবিএএমটিএ’-এর পরিচালক মো. আমিনুল ইসলাম, ম্যাকগ্র মানিট্রান্সফারের প্রেসিডেন্ট এবং ‘এবিএএমটিএ’-এর পরিচালক ফারহান চৌধুরী, আল বারাকা সুপার মার্কেটের প্রেসিডেন্ট এবং ‘এবিএএমটিএ’-এর পরিচালক
জয়নাল আবেদিন।
সাবিক তত্বাবধানে ছিলেন সংগঠনের সদস্য ও খামার বাড়ী সুপার মার্কেটের স্বত্বাধিকারী মোহাম্মদ কামরুজ্জামান, লোন অফিসার এবং ট্রাভেল উইথ অ্যাংকরের সিইও সান্তানো বড়ুয়া হিমু, নেক্সাস ট্রাভেলস অ্যান্ড মাল্টি সার্ভিসের প্রেসিডেন্ট নুর উদ্দিন আফছার, লিবারটি ট্রাভেলস অ্যান্ড মানিটান্সফারের প্রেসিডেন্ট জসিম ইও আহমেদ, বিডি কমিউনিকশনের প্রেসিডেন্ট মোহাম্মদ কবির, অ্যাংকর ট্রাভেলসের ম্যানেজার পারভেজ খান।
বনভোজনে রেমিট্যান্স পরিবারের সদস্যরা একে অপরের সঙ্গে পরিচিত হন ও কুশল বিনিময় করেন। অতিথিরা রেমিট্যান্স সংগঠনটি প্রতিষ্ঠা করা ও বনভোজন আয়োজনের জন্য সংগঠনের কমিটিকে ধন্যবাদ জানান।
আনোয়ার হোসেন ও আব্বাস উদ্দিনকে রেমিট্যান্স কোম্পানিকে বিভিন্নভাবে সহযোগিতা করার জন্য ‘অ্যাওয়ার্ড’ দেয়া হয়।
দিনব্যাপী অনুষ্ঠানে খেলাধুলার পাশাপাশি গান করেন শিল্পী নাজু আকন্দ ও রাজিব।
খেলাধুলায় সবাইকে পুরুস্কার প্রদান ও লটারি ড্রতে দশজনকে পুরস্কার দেয়া হয়।