শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

ক্ষমতার চার বছরে ৫৩২ দিনই ছুটি কাটিয়েছেন বাইডেন!

সোমবার, সেপ্টেম্বর ৯, ২০২৪

প্রিন্ট করুন
জো বাইডেন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে দেশটির খবর মাধ্যম নিউইয়র্ক পোস্ট। সংবাদ মাধ্যমটি বলছে, ‘জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব পালনের ৪০ শতাংশ সময় অর্থাৎ ৫৩২ দিনই ছুটি কাটিয়েছেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে কোন প্রেসিডেন্টই এত বেশি ছুটি কাটাননি।’

গত শনিবার (৭ সেপ্টেম্বর) প্রতিবেদনে নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, প্রায় চার বছর ধরে ক্ষমতায় আছেন যুক্তরাষ্ট্রেওর প্রেসিডেন্ট জো বাইডেন। তবে, এরমধ্যে ৪০ শতাংশ সময়ই তিনি ছুটি কাটিয়েছেন।

সম্প্রতি রিপাবলিকান ন্যাশনাল কমিটির বিশ্লেষণে দেখা গেছে, এক হাজার ৩২৬ কার্যদিবসের মধ্যে ৫৩২ দিনই ছুটিতে ছিলেন বাইডেন। যুক্তরাষ্ট্রের ইতিহাসে এত ছুটি এর পূর্বে কোন প্রেসিডেন্টই কাটাননি বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

যুক্তরাষ্ট্রের একজন কর্মী গড়ে বছরে ১১ দিন ছুটি পেয়ে থাকেন। সেই হিসাবে প্রেসিডেন্ট বাইডেন সাধারণ একজন কর্মীর তুলনায় প্রায় ৪৮ বছরের সমান ছুটি কাটিয়েছেন। এর পূর্বে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতাকালীন ২৬ শতাংশ সময় ছুটিতে ছিলেন, আর বারাক ওবামা দুই মেয়াদে মাত্র ১১ শতাংশ সময় ছুটিতে ছিলেন বলে জানা গেছে।