বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

‘টেইলর সুইফটকে মূল্য দিতে হবে’, কেন বললেন ট্রাম্প?

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪

প্রিন্ট করুন

ফিলাডেলফিয়া, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী কমলা হ্যারিসকে প্রকাশ্যে সমর্থন করার পর আমেরিকান তারকা সংগীতশিল্পী টেইলর সুইফটকে নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প।

মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) রাতে কমলা হ্যারিস ও প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রথম টিভি বিতর্ক শেষ হওয়ার পরই ইনস্টাগ্রামে পোস্ট দেন টেইলর সুইফট। তাতে কমলা হ্যারিসকে সমর্থনের ঘোষণা দিয়ে সুইফট বলেন, ‘আমি ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে কমলা হ্যারিস ও টিম ওয়ালজকে ভোট দেব।’

টেইলর সুইফট আরো বলেন, ‘আমি কমলা হ্যারিসকে ভোট দিচ্ছি। কারণ, তিনি অধিকারের জন্য সংগ্রাম করেন। আমি বিশ্বাস করি, তাদের (আমেরিকানদের) চ্যাম্পিয়ন করার জন্য একজন যোদ্ধার প্রয়োজন।’

সুইফটের এ সমর্থন জানানোর পরই বুধবার (১১ সেপ্টেম্বর) প্রতিক্রিয়া জানান ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজে নিজের প্রতিক্রিয়া জানিয়ে ট্রাম্প বলেন, ‘আমি কখনোই টেলর সুইফটের ভক্ত ছিলাম না… তিনি খুবই উদারপন্থি। তিনি সব সময় একজন ডেমোক্রেটকেই সমর্থন করেন এবং তাকে এর জন্য সম্ভবত মূল্য দিতে হবে।’

এ দিকে, কমলা হ্যারিসকে সমর্থন দেয়ার জন্য টেইলর সুইফটকে নিয়ে উপহাস করেছেন যুক্তরাষ্ট্রের প্রযুক্তি উদ্যোক্তা ও গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইলন মাস্ক।

এক্সে পোস্টে ইলন মাস্ক সুইফটকে ‘চাইল্ডলেস ক্যাট লেডি’ বলে উল্লেখ করেন। সেই সাথে লেখেন, ‘ভালই টেইলর.. তুমি জিতেছ..আমি তোমাকে একটি সন্তান উপহার দেব ও তোমার বিড়ালগুলোকে জীবন দিয়ে পাহারা দেব।’

টেইলর সুইফট এর পূর্বেও রাজনৈতিক ব্যাপারে প্রকাশ্যে কথা বলেছেন। ২০২০ সালের নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনকে সমর্থন জানিয়েছিলেন টেইলর। ওই বছর একটি তথ্যচিত্রে ট্রাম্পের সমালোচনাও করেছিলেন তিনি।