বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

অভিবাসী বিতর্কের কেন্দ্রবিন্দু ওহাইও সফরের অঙ্গীকার ট্রাম্পের

বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৪

প্রিন্ট করুন
ডোনাল ট্রাম্প

লং আইল্যান্ড, নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: ডোনাল্ড ট্রাম্প বুধবার (১৯ সেপ্টেম্বর) অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে যে প্রচারণা চালিয়ে যাচ্ছেন, এর ফলে কমলা হ্যারিসের প্রতি সংখ্যালঘু ভোটারদের আস্থা বাড়ছে। এ দিকে, এ পরিস্থিতির মধ্যেই জাতিগত উত্তেজনা ছড়িয়ে পড়া ওহাইও শহর সফরের অঙ্গীকার করেছেন ট্রাম্প।

ট্রাম্পের কট্টর অভিবাসী বিরোধী বক্তব্য তার নির্বাচনী প্রচারের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। নিউইয়র্কের লং আইল্যান্ডে একটি সমাবেশে তিনি বলেছেন যে তিনি ‘আগামী দুই সপ্তাহের মধ্যে’ ওহাওর স্প্রিংফিল্ডে যাবেন।

ট্রাম্প ও তার রানিং মেট জে ডি ভ্যান্স বার বার মিথ্যা দাবি করেছেন যে, হাইতি থেকে অভিবাসীরা ওহাইও শহরে বাসিন্দাদের পোষা প্রাণী খেয়ে ফেলছে। আর তাদের এ মন্তব্যের পরে বিভিন্ন স্কুল ও সরকারি ভবন বোমার হামলার হুমকির সম্মুখীন হয়েছে।

যুক্তরাষ্ট্রের ইউনিয়নডেইল থেকে বার্তা সংস্থা এএফপি এসব তথ্য জানিয়েছে।

বুধবার (১৯ সেপ্টেম্বর) ট্রাম্প অবৈধ অভিবাসীদের ‘পশু’ ও গ্যাং সদস্য হিসাবে অভিহিত করে বলেন, ‘এরা মার্কিনীদের জীবনযাত্রা ধ্বংস করছে।’

প্রাক্তন এ প্রেসিডেন্ট আরো বলেন, ‘আমরা সেই হিংস্র লোকদের তাদের দেশে ফেরত পাঠাতে যাচ্ছি ও যদি তারা ফিরে আসে, তবে তাদের চড়া মূল্য দিতে হবে।’

নিউইয়র্কে প্রচারণাকালে ট্রাম্প কমলার বিরুদ্ধে অভিযোগ এনে বলেন, ‘তিনি অনথিভুক্ত অভিবাসন রোধ করতে ব্যর্থ হয়েছেন।’