শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪

শিরোনাম

কেনটাকিতে বিচারককে খুনের দায়ে শেরিফ গ্রেফতার

শুক্রবার, সেপ্টেম্বর ২০, ২০২৪

প্রিন্ট করুন

কেনটাকি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় কেনটাকি রাজ্যে জেলা আদালতের বিচারককে গুলি করে খুনের দায়ে এক কাউন্টি শেরিফকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) তাকে গ্রেফতার করা হয়। সংবাদ এএফপির।

লেচার কাউন্টি শেরিফ মিকি স্টাইনসকে কোর্ট হাউসে গুলি চালানোর অভিযোগে আটক করে হেফাজতে নেয়া হয়েছে।

স্টাইনস বিচারক কেভিন মুলিন্সকে তার অফিসে গুলি করায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

এক্সে দেয়া পোস্টে কেনটাকির গভর্নর অ্যান্ডি বেসার গুলি হামলার ব্যাপারটি নিশ্চিত করেছেন।

তিনি বলেছেন, ‘দুঃখজনকভাবে, আমাকে জানানো হয়েছে, লেচার কাউন্টির শেরিফ এক জেলা বিচারককে আজ বিকালে তার চেম্বারে গুলি করে খুন করা হয়েছে।’

এ মাসের শুরুর দিকে কেনটাকির মহাসড়কে এক ব্যক্তি গুলি করে পাঁচজনকে আহত করেছে। দশ দিনের খোঁজাখুঁজির পর বুধবার (১৭ সেপ্টেম্বর) বন্দুকধারীর লাশ পাওয়া গেছে।