তেল আবিব, ইসরাইল: ক্ষেপণাস্ত্র হামলার উত্তর দিতে ইরানে হামলা চালাতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে ইসরাইলের বাহিনী। শুধু ইরানে নয়, লেবানন ও গাজাসহ অন্যান্য ফ্রন্টে বড় আকারে হামলার প্রস্তুতি নিচ্ছে দখলদার সেনারা। শনিবার (৫ অক্টোবর) ইসরাইলের একাধিক সংবাদ মাধ্যমে এ খবর প্রচার করা হয়েছে।
ফিলিস্তিনের গাজা, লেবানন ও সিরিয়ায় অব্যাহত হামলা ও হামাসের প্রাক্তন রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া, হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ ও ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের একাধিক কমান্ডারকে খুনের উত্তরে গেল মঙ্গলবার (১ অক্টোবর) ইসরাইলে বড় আকারের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান।
ইসরাইল ওই হামলার ‘সময় ও সুযোগ মত সমুচিৎ উত্তর’ দেয়ার হুঁশিয়ারি দিয়েছে। সেই লক্ষ্যেই দেশটির সামরিক বাহিনী ব্যাপক প্রস্তুতি নিচ্ছে বলে সংবাদে জানানো হয়েছে। অবশ্য গাজা ও লেবাননে হামলা বন্ধ নেই। শনিবারও (৫ অক্টোবর) উভয় অঞ্চলে ব্যাপক হামলা চালানো হয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে।
শনিবার (৫ অক্টোবর) ইসরাইলের সংবাদ মাধ্যম পাবলিক ব্রডকাস্টিং কর্পোরেশন জানিয়েছে, সেনাবাহিনী ইরানের মিসাইল হামলার শক্তিশালী উত্তরে পরিকল্পনা করছে। যদিও তাদের মিসাইল আমাদের বড় কোন ক্ষতি করেনি। কিন্তু, এ হামলার উত্তর অবশ্যই দিতে হবে।’
ইরানের বিরুদ্ধে হামলায় যুক্তরাষ্ট্রসহ অন্যান্য দেশগুলোর সহায়তা পাওয়ার চেষ্টা করছে দখলদার ইসরাইল। ইরানে হামলার পরিকল্পনা ঠিক করতে চলতি সপ্তাহে ইসরাইলে যাওয়ার কথা রয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের কমান্ডার জেনারেল মিখায়েল কুরিল্লার।
আলাদা প্রতিবেদনে হিব্রু ভাষার সংবাদ মাধ্যম হারেৎজ জানিয়েছে, ইসরাইল ইরানের বিরুদ্ধে হামলার যে পরিকল্পনা সাজাচ্ছে, সেখানে ইরানের পাল্টা উত্তরের ব্যাপারটিও মাথায় রাখা হচ্ছে। অর্থাৎ ইরান ফের মিসাইল ছুড়বে- এমন ব্যাপারটি বিবেচনায় রেখেই তারা হামলার ছক কষছে।
হারেৎজ আরো জানিয়েছে, ইরানে হামলার প্রস্তুতি হিসেবে গাজায় ইসরাইলের সেনারা তাদের বর্বরতা বৃদ্ধি করছে।
ইয়েদিওথ নামে ইসরাইলের আরেক সংবাদ মাধ্যম জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা ঠিক করতে ইউরোপের কয়েকটি দেশের কর্মকর্তারা ইসরাইলের প্রতিরক্ষা কর্মকর্তাদের সাথে তেল আবিবে বৈঠক করেছেন।