বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪

শিরোনাম

মারা গেছেন আমেরিকান গায়িকা সিসি হিউস্টন

মঙ্গলবার, অক্টোবর ৮, ২০২৪

প্রিন্ট করুন

নিউইয়র্ক, যুক্তরাষ্ট্র: প্রয়াত হুইটনি হিউস্টনের মা গ্র্যামি বিজয়ী গায়িকা সিসি হিউস্টন ৯১ বছর বয়সে মারা গেছেন। তার পুত্রবধূ প্যাট হিউস্টনের বরাতে সোমবার (৭ অক্টোবর) এ তথ্য জানা গেছে। সংবাদ এএফপির।

প্যাট হিউস্টন ইনস্টাগ্রামে লিখেছেন, ‘আজ ভারাক্রান্ত হৃদয়ে আমার প্রিয় রানী সিসি হিউস্টনের মৃত্যু ঘোষণা করছি! অনুগ্রহ করে হিউস্টন পরিবারকে আপনাদের প্রার্থনায় রাখুন।’

হুইটনি হিউস্টনের মা হওয়ার পাশাপাশি, তিনি ছিলেন গায়ক ডিওন ওয়ারউইক এবং ডিডি ওয়ারউইকের খালা এবং বিখ্যাত অপেরা গায়ক লিওনটাইন প্রাইসের চাচাতো বোন।

একজন জনপ্রিয় গায়ক সিসি হিউস্টন বিভিন্ন ধারায় শত শত গান রেকর্ড করেছেন, তার কণ্ঠে জিমি হেনড্রিক্স থেকে বিয়ন্স পর্যন্ত তারকাদের গান রয়েছে।

একজন একক গসপেল শিল্পী হিসেবে তিনি ১৯৯০ এর দশকের শেষের দিকে ‘ফেস টু ফেস’ এবং ‘হি লিডেথ মি’ অ্যালবামের জন্য দুই বার গ্র্যামি অ্যাওয়ার্ড পান।