মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪

শিরোনাম

মিরসরাইয়ে প্রাক্তন মন্ত্রী ও সাংসদ মোশাররফ ও রুহেলের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা

বুধবার, অক্টোবর ৯, ২০২৪

প্রিন্ট করুন

মিরসরাই, চট্টগ্রাম: চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার প্রাক্তন মন্ত্রী মোশাররফ হোসেনের বিরুদ্ধে হত্যা চেষ্টার অভিযোগে মামলা হয়েছে। রোববার (৬ অক্টোবর) জোরারগঞ্জ থানা এ মামলা করেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক ইফতেখার উদ্দিন মাহমুদ জিপসন।

বাদীর মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানাগেছে, মোহাম্মদ ইফতেখার উদ্দিন মাহমুদ প্রকাশ জিপসনকে (৩৯) জোরারগঞ্জ থানাধীন বারইয়ারহাট পৌরসভার খান সিটি সেন্টার পশ্চিম পাশের কাঁচা রাস্তার উপর মাসুদের পরিত্যক্ত বাড়ির সামনে থেকে ২০২২ সালের ১১ এপ্রিল বিকাল অনুমানিক সাড়ে তিনটার সময় হত্যার উদ্দেশ্যে তুলে নিয়ে নির্মমভাবে পিটিয়ে আহত করে ফেলে যায়।

একই ব্যক্তিরা দ্বিতীয় বার সেখান থেকে তুলে নিয়ে বারইয়ারহাট গাছ মার্কেটস্থ জামশেদ মেম্বারের দোকানের সামনে ফেলে যায়।

বাদি এজাহারে জানান, মোশাররফ হোসেন, তার ছেলে মাহবুব উর রহমান রুহেল ও রেজাউল করিম খোকনের (প্রাক্তন মেয়র) নির্দেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা তাকে এলোপাতারী মারধর করিয়া শরীরের বিভিন্ন স্থানে জখম করে। নিরাপত্তাহীনতার কারণে থানায় আসিয়া এজাহার দায়ের করিতে বিলম্ব হয়।

মামলায় মোশাররফ হোসেন, তার পুত্র প্রাক্তন সাংসদ মাহবুব উর রহমান রুহেল, বারইয়ারহাট পৌরসভার প্রাক্তন মেয়র রেজাউল করিম খোকন, মিরসরাই উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভুইয়াকে আসামি করা হয়েছে।

ফতেখার উদ্দিন মাহমুদ জিপসন বলেন, ‘সেই সময় আমি থানায় এজাহার দিতে চাইলেও তাদের ক্ষমতার কারণে পুলিশ মামলা নেয়নি। তাই, বোরবার (৬ অক্টোবর) মামলাটি করেছি।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম শিফাতুল মাজদার বলেন, ‘ইফতেখার উদ্দিন মাহমুদ জিপসন নামের বিএনপির কর্মীকে হত্যাচেষ্টার ঘটনায় ২৯ জনের বিরুদ্ধে মামলা করেছেন। এজাহার পাওয়ার পর অভিযান চালিয়ে এজাহারনামীয় আসামি জাহেদুল হাসান ও মোশারফ হোসেনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৭ অক্টোবর) গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।’