তেল আবিব, ইসরাইল: ইসরাইল বলেছে, ‘তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বেই ইরানে হামলা
চালাবে।’ এ দিকে, ইসরাইল যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে, তারা ইরানের ওপর পরিকল্পিত প্রতিশোধমুলক হামলা চালানোর সময় তেহরানের পরমাণু বা তেলের স্থাপনায় হামলা চালাবে না। সংবাদ এএফপির।
এ অঞ্চলে তাদের ঘনিষ্ঠ মিত্র হিজবুল্লাহ প্রধানকে ও ইরানের বিপ্লবী গার্ডের এক জেনারেলকে ইসরাইল খুন করার উত্তরে গেল ১ অক্টোবর ইরান ইসরাইলের ওপর ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এরপর ইসরাইল ইরানের ওপর পাল্টা হামলা চালানো অঙ্গীকার করে।
নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা জানিয়েছেন, ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাইসকে আশ্বস্ত করেছেন যে, ইরানে পাল্টা হামলা চালানোর সময় তারা শুধুমাত্র সামরিক স্থাপনাগুলোকে টার্গেট করবে।
এ দিকে, নাম প্রকাশে অনিচ্ছুক যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে ‘ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, গেল সপ্তাহে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও নেতানিয়াহুর সাথে ফোনালাপে এ ব্যাপারে ইসরাইল অঙ্গীকার করে। এছাড়া, সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গালান্টের আলাপেও এ ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করা হয়।
ইসরাইলের এ পরিকল্পনায় যুক্তরাষ্ট্রের মধ্যে স্বস্তি ফিরে আসে।
এ দিকে, ইসরাইল বলেছে, ‘তারা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পূর্বেই ইরানে প্রতিশোধমূলক হামলা চালাতে পারে।’