শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪

শিরোনাম

ওয়াশিংটনে বাড়িতে বন্দুক হামলায় পাঁচজনের মৃত্যু, সন্দেহভাজন কিশোর আটক

মঙ্গলবার, অক্টোবর ২২, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে বন্দুক হামলায় তিন শিশুসহ অন্তত পাঁচজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন এক কিশোরকে আটক করা হয়েছে। সংবাদ সিনহুয়ার।

সোমবার (২১ অক্টোবর) দেশটির কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

কিং কাউন্টি শেরিফ অফিসের মুখপাত্র মাইক মেলিস সোমবার (২১ অক্টোবর) বিকালে প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ওয়াশিংটনের ফল সিটির একটি বাড়িতে গোলাগুলির সংবাদ জানাতে সোমবার (২১ অক্টোবর) ভোর পাঁচটার দিকে বেশ কয়েক ব্যক্তি ৯১১ নম্বরে ফোন করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ফোনকলগুলোয় সাড়া দিয়ে ঘটনাস্থলে পৌঁছায়।

পুলিশ জানিয়েছে, সোমবার (২১ অক্টোবর) সকালে সিয়াটলের দক্ষিণ-পূর্বাঞ্চলে একটি বাড়িতে বন্দুকধারীর গুলিতে পাঁচজন নিহত হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সন্দেহভাজন এক কিশোরকে হেফাজতে নিয়েছে।

ঘটনাস্থলে আহত এক কিশোরকে এক প্রতিবেশী সাহায্য করেন। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যান। অন্যান্য ভুক্তভোগী গোলাগুলির সময় বাড়ির ভেতরে একটি বাথরুমে লুকিয়ে ছিলেন। সেখান থেকেই তারা পুলিশে ফোন করেন।