বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

২৫-২৬ চট্টগ্রামে সমাজসেবা অধিদপ্তরের বাক ও শ্রবণ প্রতিবন্ধীদের মূকাভিনয় কর্মশালা

শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪

প্রিন্ট করুন

চট্টগ্রাম: চট্টগ্রাম সমাজসেবা অধিদফতরের তালিকাভুক্ত বাক ও শ্রবণ প্রতিবন্ধী শিশু-কিশোরদের শিল্পচর্চার ছোঁয়া দিতে ২৫ ও ২৬ সেম্পেম্বর দুই দিনের মূকাভিনয় ওয়ার্কশপের আয়োজন করা হয়েছে। ওয়ার্কশপ পরিচালনা করবেন সাইলেন্ট থিয়েটারের সাধারণ সম্পাদক মেজবাহ চৌধুরী।

সাইলেন্ট থিয়েটারের সভাপতি আসবাবীর রাফসান অভিমত জানান, মূকাভিনয়ের মতন একটি বৈশ্বিক শিল্পমাধ্যমের সঙ্গে শ্রবণ ও বাকপ্রতিবন্ধী শিশু-কিশোরদের পরিচিতি করানোর এমন একটি উদ্যোগ দারুণ চ্যালেঞ্জিং। এ এক্সপেরিমেন্ট সফল হলে তা শ্রবণ ও বাকপ্রতিবন্ধী শিশু-কিশোরদের জন্য খুলে দিবে অপার সম্ভাবনার দুয়ার।

কর্মশালার দ্বিতীয় ধাপ আগামী ১-২ নভেম্বর অনুষ্ঠিত হবে। দ্বিতীয় ধাপের রেজিষ্ট্রেশন চলছে। কর্মশালা অনুষ্ঠিত হবে সিটির মুরাদপুরের সমাজ সেবা অধিদপ্তরের পিএইচটি সেন্টারে। কর্মশালায় অংশ নিতে ০১৮৭৯২৪২৫৩৯ নম্বরে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।