বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

সাউথ জার্সিতে অনুষ্ঠিত হল গীতা সংঘের মিউজিক্যাল নাইট

শুক্রবার, অক্টোবর ২৫, ২০২৪

প্রিন্ট করুন

আটলান্টিক সিটি, নিউ জার্সি, যুক্তরাষ্ট্র: যুক্তরাষ্ট্রের নিউ জার্সি অঙ্গরাজ্যের সাউথ জার্সিতে মঙ্গলবার (২২ অক্টোবর)শ্রী শ্রী গীতা সংঘের উদ্যোগে পোমনাস্থ বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে মিউজিক্যাল নাইট অনুষ্ঠিত হয়েছে।

সন্ধ্যা নামতেই প্রবাসী সঙ্গীত পিপাসুদের সব পথ গিয়ে যেন মিশেছিল বৈকুন্ঠ হিন্দু জৈন মন্দিরের মিলনায়তনে। অনুষ্ঠান শুরু হওয়ার পূর্বেই মিলনায়তন কানায় কানায় পূর্ণ হয়ে উঠেছিল। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গীতা সংঘের সাধারণ সম্পাদক স্বরূপ দাশ।

জয়ন্ত সিনহার সঞ্চালনায় মঞ্চে দর্শকদের ভালবাসায় সিক্ত হন সারেগামাপা খ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী দীপায়ন ব্যানার্জি ও টলিউডের প্লেব্যাক শিল্পী প্রস্মিতা পাল। তারা কখনো একক, কখনো দ্বৈত কণ্ঠে রবীন্দ্র সংগীত, হারানো দিনের বাংলা ও হিন্দি গান গেয়ে দর্শকদের নস্টালজিক করে তোলেন। শিল্পীদেরকে ড্রামে রনিত, কীবোর্ড অনির্বাণ, গীটারে মহেশ, বেস গিটারে সানি সহযোগীতা করেন। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন সৌগত চ্যাটার্জি ।

অনুষ্ঠানে গীতা সংঘের ট্রাস্টি বোর্ডের কর্মকর্তারা গীতা স্কুলের শিক্ষার্থীদের পুরস্কৃত করেন। অনুষ্ঠানে বাংলাদেশে হিন্দু নির্যাতনের ওপর ভিত্তি করে তৈরি প্রামাণ্য চিত্র দেখানো হয়। বিরতির পর ফিরে এসে শিল্পীরা হাল আমলের জনপ্রিয় বাংলা ও হিন্দি গান গেয়ে শ্রোতাদের মাতিয়ে রাখেন। শ্রোতারাও শিল্পীদের পরিবেশনার সঙ্গে নেচে-গেয়ে আনন্দ উপভোগ করেন।

গীতা সংঘের সভাপতি প্রসেনজিৎ দত্ত সমাপনী বক্তব্য দেন।