বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

টেক্সাসের প্রচার সমাবেশে কমলাকে পরিচয় করিয়ে দিলেন পপ সুপারস্টার বিয়ন্স

শনিবার, অক্টোবর ২৬, ২০২৪

প্রিন্ট করুন
Musical artist Beyonce, right, and Democratic presidential nominee Vice President Kamala Harris, left, embrace on stage during a campaign rally Friday, Oct. 25, 2024, in Houston. (AP Photo/Annie Mulligan)

টেক্সাস, যুক্তরাষ্ট্র: পপ সুপারস্টার বিয়ন্স নির্বাচনী প্রচার সমাবেশের মঞ্চে উঠে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের সঙ্গে দর্শকদের পরিচয় করিয়ে দিয়ে বলেন, ‘যুক্তরাষ্ট্রের জন্য একটি নতুন গান গাওয়ার সময় এসেছে।’ সংবাদ এএফপির।

শুক্রবারের (২৫ অক্টোবর) ওই সমাবেশে গ্র্যামি-জয়ী গায়িকা বলেন, ‘আমাদের অবশ্যই ভোট দিতে হবে।’

যুক্তরাষ্ট্রে গর্ভপাতের অধিকার সুরক্ষিত করায় হ্যারিসের চাপ দিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বিয়ন্সের এ ইভেন্টে অংশগ্রহণ একজন সেলিব্রিটি বা রাজনীতিবিদ হিসাবে নয় বরং ‘একজন মা হিসেবে যিনি পৃথিবীর বিষয়ে গভীরভাবে যত্নশীল।