বুধবার, ৩০ অক্টোবর ২০২৪

শিরোনাম

ওয়াশিংটন ডিসিতে বদিউল আলম মজুমদারের নতুন বইয়ের প্রকাশনা উৎসব অনুষ্ঠিত

রবিবার, অক্টোবর ২৭, ২০২৪

প্রিন্ট করুন

ওয়াশিংটন, যুক্তরাষ্ট্র: সুশাসনের জন্য নাগরিক (সুজন)’- এর সম্পাদক বদিউল আলম মজুমদারের লেখা নতুন বই ‘টুডে আই স্য এ রেভ্যুলুশন ফরম গ্রাস রুটস টু গ্লোবাল চেঞ্জ’-এর প্রকাশনা উৎসব যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় বাস বয় অ্যান্ড পয়েটসের হল রুমে এ উপলক্ষে ‘অ্যা কনভারসেশন উইথ ড. বদিউল আলম মজুমদার’ শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বাংলাদেশে নিযুক্ত প্রাক্তন মার্কিন রাষ্ট্রদূত মার্শা এস ব্লুম বার্নিকাট, প্রবাসী সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী উপস্থিত ছিলেন।

লেখক ক্যাথে বার্কের সঞ্চালনায় বইটির নিয়ে আলোচনা করেন দারিদ্র্যবিমোচন সংস্থা হাঙ্গার প্রজেক্টের বোর্ড সদস্য জন কনরড। অনুষ্ঠানে ওয়াশিংটন ডিসির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, স্থানীয় প্রবাসী বাংলাদেশিসহ বিভিন্ন ধরনের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠনে এক প্রশ্নের উত্তরে বদিউল আলম মজুমদার বলেন, ‘বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের মাধ্যমে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। সে সময় আমি এ বিষয়ে লেখালেখি এবং প্রতিবাদ করলে কিছু মানুষ আশ্চর্য হয়েছিলেন যে, আমাকে আয়নাঘরে এখনো কেন নেয়া হয়নি? কেননা, সে সময় যারাই সরকারের অন্যায় সিদ্ধান্তের বিরোধিতা করেছে, তাদেরকে আয়নাঘরে নেয়াসহ বিভিন্নভাবে দমন করা হত। যেটাকে জেলখানা বলা যায়। সেখানে যাদেরকে নেয়া হত, তাদের জীবন বলে কিছু থাকত না। এমনকি অন্য কারও সাথে যোগাযোগ একেবারেই বন্ধ থাকত।’

মার্শা এস ব্লুম বার্নিকাটের এক প্রশ্নের উত্তরে বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা একটি শান্তিপূর্ণ ও সহাবস্থানের বাংলাদেশ নির্মাণ করতে সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের সাথে কথা বলছি। এ ব্যাপারে তাদের দৃষ্টিভঙ্গি আকৃষ্ট করা হচ্ছে। নাগরিক সমাজের ব্যক্তিদের সাথে তাদের সম্পৃক্ততা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দিচ্ছি। তাদেরকে বলছি যে, রাজনীতি ভিন্ন হতে পারে। কিন্তু, একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়তে আমাদের এক জায়গায় হতে হবে।’